Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ছবি: রথের দিন পুরীর জগন্নাথ দর্শন করুন, করোনা আবহে কতটা আলাদা এবারের রথযাত্রা?
শ্রী বলভদ্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরথের দিন শ্রী জগন্নাথের পুণ্য দর্শন
ভিস্যুয়াল মিডিয়া ও টিভি ক্যামেরা অবাধ সম্প্রচার করতে পারবে।
এক একটি রথের রশিতে ৫০০-জনের বেশি টান দিতে পারবেন না। দুটি রথের যাত্রার মধ্যে অন্তত ১ ঘণ্টা বিরতি দিতে হবে।
ওড়িশা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ৯টা থেকে বুধবার দুপুর ২টো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে পুরী জেলা ।
কারা রথযাত্রায় অংশ নিচ্ছেন, তাঁদের কোভিড টেস্ট ও মেডিক্যাল রিপোর্ট-এর তথ্য রাখতে হবে সরকারকে।
যাঁরা রথ টানবেন, তাঁদের প্রত্যেকের আগে করোনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ হলে, তবেই রথযাত্রায় অংশ নিতে পারবেন।
মন্দিরের বাইরে ৩ কিলোমিটার পর্যন্ত ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কোনও ভক্ত নয়, শুধুমাত্র সেবায়েতরাই রথের রশিতে টান দিতে পারবেন।
মন্দির প্রাঙ্গণ জুড়ে চলছে জীবানিনাশ করার ব্যবস্থা।
জগন্নাথ মন্দির কমিটি পক্ষ থেকে জানানো হয়, মন্দিরের রীতি অনুযায়ী, এ’বছর রথযাত্রা স্থগিত হয়ে গেলে, পরের ১২ বছর আর রথযাত্রা করা যাবে না।
চিরাচরিত রীতি মেনে, বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি তিনটি রথ- জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -