রেকর্ড ভাঙা বৃষ্টি! জলমগ্ন মুম্বইয়ের একাধিক এলাকা, বিপর্যস্ত জনজীবন
বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট ছিল সারাদিন। মুম্বইয়ের মেরিন ড্রাইভসহ বেশ কিছু এলাকায় বড় গাছ উপড়ে গিয়েছে। বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমেছে। তবে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শহর ও শহরতলির ট্রেন চলাচল বিঘ্নিত। বাস পরিষেবাও বৃষ্টির জন্য বিপর্যস্ত।
বাড়ুির রান্নাঘরেও ঢুকেছে জল।
জলমগ্ন রাস্তাতেই যাতায়াত মুম্বইবাসীর।
জওহরললাল নেহেরু পোর্ট ট্রাস্টে তিনটি বিশালাকার ক্রেন হাওয়ায় দাপটে পড়ে গিয়েছে। হতাহতের কোনও খবর নেই।
ওই এলাকায় বহু বাড়ি জলের তলায়। রেললাইন জলের নিচে। বহু জায়গায় গাছের নিচে চাপা পড়েছে প্রাইভেট গাড়ি।
করোনার প্রকোপে মুম্বইয়ে অনেক অফিস বন্ধ। তবে বৃষ্টির জেরে এবার জরুরি পরিষেবাও স্তব্ধ। আগামী কয়েক ঘণ্টায় আরো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জল জমে আটকে রয়েছে একটি লোকাল ট্রেন।
মুম্বইসহ আশেপাশের বেশ কিছু এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কোলাবা, নরিম্যান পয়েন্ট, মরিন ড্রাইভ এলাকায় সব থেকে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে।
মুম্বইয়ের বিভিন্ন জায়গায় কাজ করছে এনডিআরএফ
সব ছবি- পিটিআই।
ঝড়ের দাপটে রাস্তায় পড়ে আছে বাইক।
প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের একাধিক অঞ্চল। আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ মুম্বইয়ের কোলাবা এলাকায় এবার যা বৃষ্টি হয়েছে তা গত ৪৬ বছরে হয়নি। বুধবার ১০৭ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া বয়েছে ওই এলাকায়। সঙ্গে সারাদিন মুষলধারায় বৃষ্টি। যা জেরে নগরজীবনে পুরোপুরি বিধ্বস্ত। অনেকেরই বাড়িতে হু হু করে জল ঢুকেছে। কাজে নেমেছে এনডিআর এফ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -