Ice Cricket Championship Photos: বরফে মোড়া উপত্যকা, তার মধ্যেই ম্যাট বিছিয়ে চলছে ক্রিকেট টুর্নামেন্ট!
করোনা আবহে দীর্ঘদিন খেলাধুলো বন্ধ ছিল। এবারের টুর্নামেন্ট হচ্ছে সুপার সেভেন ফর্ম্যাটে। সব ছবি: এএনআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুরেজ ভ্যালির আচুরা, চুরওয়ান, মারকুট, ওয়াংপোরা, খান্দিয়ান, বাদওয়ান গ্রামের তরুণরা এই বরফে ক্রিকেট খেলতে মেতে ওঠেন।
শ্রীনগর থেকে ১২৩ কিলোমিটার দূরে অবস্থিত গুরেজ উপত্যকা তুষারপাতের জন্য বছরের প্রায় ৬ মাস গোটা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে।
বরফে ঢেকে যাওয়া উপত্যকায় ম্যাট পেতে চলে খেলা।
গুরেজ উপত্যকায় ইন্টারনেট সংযোগ এসেছে ২০১৮ সালে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বরফের মধ্যে ক্রিকেট টুর্নামন্টের ভিডিও।
আশপাশের গ্রামের বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বরফের মধ্যে এই ক্রিকেট প্রতিযোগিতা প্রত্যেক বছরই হয় সেখানে।
জাঁকিয়ে শীতে কাশ্মীর ঢেকে গিয়েছে বরফের চাদরে। আর উত্তর কাশ্মীরের গুরেজ উপত্যকায় বরফের মধ্যেই চলছে ক্রিকেট প্রতিযোগিতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -