বায়ুসেনায় রাফাল-অন্তর্ভুক্তি: ভারতে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরঁস পার্লি, দেওয়া হল 'গার্ড অফ অনার'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Sep 2020 10:14 AM (IST)
1
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে অম্বালায় পৌঁছেছেন ফ্লোরঁস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
এদিন ফ্রান্স থেকে দিল্লি থেকে চণ্ডীগড় হয়ে অম্বালায় পৌঁছন ফ্লোরঁস।
3
সেই উপলক্ষে ভারতে এসেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরঁস পার্লি।
4
তার আগে, দিল্লিতে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।
5
রাফাল তৈরি করেছে ফ্রান্সের দাসোল।
6
আজ বায়ুসেনায় রাফাল যুদ্ধবিমানের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিকরণ।
7
আজ অম্বালা এয়ারবেসে পাঁচটি রাফালকে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
ফটো গ্যালারি (photo-gallery) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -