Raj Chakraborty on Instagram: 'মা-আর শুভশ্রী বেস্ট ফ্রেন্ড', শীতের সকালে ছুটির ছবি শেয়ার করলেন রাজ
এই প্রথম নয়, সোশ্যাল মিডিয়ায় একাধিকবার সামনে এসেছে শুভশ্রীর সঙ্গে তাঁর শাশুড়িমার মিষ্টি সম্পর্কের নজির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাশুড়ি-বৌমা একা নয়, সঙ্গে অবশ্যই রয়েছে ছোট্ট ইউভান। ছবিতে বেশ খুশি দেখালো তাকেও।
শীতের সকাল, সবুজ লনে বসে রোদ মাখছেন টলিউডের তারকা পরিবার। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ছুটির মেজাজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি।
সব ছবি - রাজ চক্রবর্তীর ইনস্টাগ্রাম
কখনও শুভশ্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন রাজের মা, আবার কখনও একসঙ্গে পুজোর কাজে ব্যস্ত শাশুড়ি-বৌমা।
একাধিক সাক্ষাৎকারে মা- ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রাজ চক্রবর্তী। এবিপি আনন্দর সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,' আমার মা আর শুভশ্রীর সম্পর্ক একেবারে প্রিয় বন্ধুর মত'
তবে একা শুভশ্রী নয়, তাঁর সঙ্গে ফ্রেমবন্দি রাজ চক্রবর্তীর মাও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সপ্তাহের মধ্যেই ছুটির আমেজে এই ছবি আপলোড করলেন রাজ চক্রবর্তী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -