রাখিবন্ধনের সাজে ছবি শেয়ার করেও ট্রোলড নুসরত, কেন?
গত বছরও রাখির দিন নিখিলের সঙ্গে এই ছবিটি পোস্ট করেন নুসরত
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাহলে কি সেই কথা ভেবেই নুসরত নিখিলের সঙ্গে রাখিবন্ধনে ছবি দিলেন? দিতে চাইলেন কি ধর্মীয় সমন্বয়ের বার্তা? বলতে পারবেন একমাত্র নুসরতই।
রাখিবন্ধন বাঙালিদের কাছে তো শুধু ভাই-বোনের উৎসব নয়, বরং অনেক বেশি করে সৌভ্রাতৃত্বের উৎসব, সম্প্রীতির উদযাপন।
ইনস্টাগ্রামে কারও আবার পরামর্শ, নুসরত তো নিখিলের কোনও বোনকেও রাখি বাঁধতে পারতেন! কিন্তু নিখিলের সঙ্গে রাখির দিন পোজ দিলেন কেন তিনি?
তিনটি ছবিতেই নুসরতকে দেখাচ্ছিল দারুণ। ইনস্টাগ্রামের কমেন্টবক্সে যেমন প্রশংসার ছড়াছড়ি, তেমনই শুনতে হয়েছে বিদ্রুপও।
নেটিজেনরা নুসরতকে এই ছবিটি নিয়ে ট্রোল করেন। স্বামী নিখিলের সঙ্গে এই ছবিটি তোলা। কিন্তু স্বামীর সঙ্গে তোলা ছবি রাখিবন্ধনে কেন! এই প্রশ্নটাই নানাভাবে এসেছে অভিনেত্রীর কাছে।
রথ থেকে নববর্ষ, সবসময় মনকাড়া সাজে সকলকে মুগ্ধ করেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। রাখিবন্ধনেও তার ব্যতিক্রম হল না। ম্যাজেন্টা বালুচরী শাড়ি ও ভারী গয়নায় সেজেছিলেন নুসরত। ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -