জোরকদমে চলছে ‘বল্লালদেব’ রানা দাগ্গুবাতির বিয়ের তোড়জোড়! মাস্ক পরে ক্যামেরার সামনে নববধূ
নতুন ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিহিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবি রোকা অনুষ্ঠানের।
চেলসি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টিরিয়র ডিজাইনে মাস্টার্স করেছেন মিহিকা। সোনম কপূরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক।
বোনের সঙ্গে মিহিকা।
রানা বলেছেন, তাঁর বাবা মা ও বোন মালবিকা প্রথমে তাঁর বিয়ের সিদ্ধান্তের কথা শুনে অবাক হয়ে যান, তারপর তা বদলে যায় খুশিতে।
রানা বলেছেন, তাঁর কাকা, বিখ্যাত দক্ষিণী নায়ক ভেঙ্কটেশের বড় মেয়ে আশ্রিতার সঙ্গে মিহিকা পড়তেন। সেই সূত্রে তাঁদের দীর্ঘদিনের পরিচয়। তবে বিয়ের সিদ্ধান্ত তাঁরা নেন লকডাউনের আগে।
সম্প্রতি বান্ধবী মিহিকা বাজাজের সঙ্গে রোকা অনুষ্ঠান হয়েছে ‘বল্লালদেব’ রানা দাগ্গুবাতির। হায়দরাবাদের রামানাইডু ফিল্ম স্টুডিওতে তাঁদের রোকা অনুষ্ঠান হয়েছিল। এবার সামনে এল মিহিকার বিয়ের আগের ছবি।
তবে ঠিক কোন অনুষ্ঠানের জন্য মিহিকার এই বিশেষ সাজ তা এখনও জানা যায়নি।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ল্যাহেঙ্গার সঙ্গে মানিয়ে মাস্ক পরেছিলেন তিনি।
মানানসই গয়নায় সেজে দারুণ লাগছিল মিহিকাকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গোলাপি সবুজ ল্যাহেঙ্গায় মিহিকার ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -