Red Fort Photos: ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাচ, ইটের টুকরো, উল্টে পড়ে ট্র্যাক্টর, জিপ, লালকেল্লা জুড়ে স্পষ্ট তাণ্ডবের ছাপ
মোতায়েন করা হয়েছে ১৫ কোম্পানি সিআরপিএফ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র্যালি ঘিরে ধুন্ধুমারের পর বাড়ানো হয়েছে দিল্লির নিরাপত্তা।
ছবি - এএনআই
আপাতত নিরাপত্তার ঘেরাটোপে মোড়া দিল্লির অন্যতম আকর্ষণ।
লালকেল্লায় ভাঙচুর, তাণ্ডব। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল। তদন্ত করতে পারে ক্রাইম ব্রাঞ্চ।
পাশাপাশি, প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে হিংসার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে সংযুক্ত কিষাণ মোর্চা।
অশান্তি ঠেকাতে সিঙ্ঘু, টিকরি, গাজিপুর-সহ দিল্লির ৫টি সীমানায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
কৃষকদের সঙ্গে খণ্ডযুদ্ধে আহত হয়েছেন ৩০০-র বেশি পুলিশকর্মী।
লালকেল্লায় অশান্তির উস্কানি দিয়েছিলেন গায়ক-অভিনেতা দীপ সিধু। মোদি-শাহর সঙ্গে দীপের ছবি ট্যুইট প্রশান্ত ভূষণের। তেরঙ্গার অবমাননা হয়নি, সাফাই দীপের।
লালকেল্লা অভিযানের ঘটনায় আটক করা হয়েছে ২০০ জনকে।
সুরক্ষায় মোতায়েন ১৫ কোম্পানি অতিরিক্ত সিআরপিএফ। ২২টি মামলা রুজু।
দিল্লি পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ২২ টি মামলা রুজু হয়েছে।
লালকেল্লা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের।
ছড়িয়ে ছিটিয়ে ইটের টুকরো, উল্টে পড়ে আছে জিপ-ট্যাক্টর। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র্যালির পর লণ্ডভন্ড লালকেল্লা!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -