রথের রশিতে পড়ল টান, সারা পুরী বলে উঠল 'জয় জগন্নাথ' ! দেখুন উৎসবের নীলাচলের ছবি
রথের দিনে পুরনো চেহারায় পুরী। সৈকতশহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। সকালে মঙ্গলারতি দিয়ে সূচনা। এরপর রথযাত্রার মূল অনুষ্ঠান শুরু ।
গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হয়। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয় রথে, যা পহন্ডি নামে পরিচিত।
সকাল থেকেই রীতিনীতি মেনে শুরু হয় পূজার্চনা। পালিত হয় নানা রীতি। দুপুরে খিচুড়ি ভোগ খেয়ে মাসির বাড়ির উদ্দেশ রওনা হন জগন্নাথ,রথে চড়ে জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রা৷ সঙ্গী বলরাম, সুভদ্রা৷
' রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম...' - আষাঢ়স্য শুক্লপক্ষে জমজমাট পুরী ৷ রথযাত্রা উপলক্ষে পুরীতে এবারও লক্ষ লক্ষ মানুষের ভিড়।
জগন্নাথ ধাম আজ আক্ষরিক অর্থেই উৎসব অঙ্গন। রথের অনুষ্ঠানে পারফর্ম করতে প্রস্তুত নৃত্যশিল্পীরা।
দুপুরে খিচুড়ি ভোগ খেয়ে মাসির বাড়ির উদ্দেশ রওনা হন জগন্নাথ,রথে চড়ে জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রা৷ সঙ্গী বলরাম, সুভদ্রা৷
রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে চলে নানা অনুষ্ঠান। একদিকে যেমন তৈরি ওড়িশি নৃত্যশিল্পীরা, তেমনই রথযাত্রা উপলক্ষ্যে পথে পথে সংকীর্তন কীর্তন দলের।
জগন্নাথ দেবের রথের উচ্চতা সাড়ে তেরো মিটার অর্থাত্ ৪৫ ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাত্পর্য রয়েছে। কথিত আছে, জগন্নাথদেব প্রকট হওয়ার আগে ১৬টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন।
জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে, তার নাম ত্রৈলক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথের কাঠামো লাল-হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। চারটি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। রথের সারথির নাম দারুক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -