আজ মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী, জেনে নিন তাঁর সেরা গানগুলি কী কী?
১৩. 'হোল্ড মাই হ্যান্ড' - সাইকেল জ্যাকসনের মৃত্যুর পর ২০১০ সালে মুক্তি পায় তাঁর গাওয়া এই যুগলবন্দি গানটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১২. 'ডেন্টারাস' - ডেন্জারাস ওয়ার্ল্ড ট্যুর এ যা টাকা পেয়েছিলেন মাইকেল সবটাই তিনি হিল দ্য ওয়ার্ল্ড ফাউন্ডেশানে দান করে দেন। মোট ১০০ মিলিয়ান ডলার আয় করেছিলেন তিনি।
১১. 'স্মুথ ক্রিমিনাল' - ব্যাড অ্যালবামের এই গানটি পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে সেরা মিউজিক ভিডিওর স্বীকৃতি পায়।
১০. 'দ্য ওয়ে ইউ মেক মি ফিল' - ১৯৮৭ সালে ব্যাড অ্যালবামে মুক্তি পায় এই গানটি। ২০০১ সালে একটি কনসার্টে এই গানটি গাইবার সময় মঞ্চে উঠে তাঁর সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স।
৯. 'রিমেম্বার গ্য টাইম' - ডেন্জারাস অ্যালবামের এই গানটির জন্য জ্যাকসন ১৯৯৩ সালে সোল ট্রেন পুরস্কার পান।
৮. 'ব্ল্যাক অর হোয়াইট' - ডেন্জারাস অ্যালবামের এই গানটি একক গায়ক হিসাবে জ্যাকসনের ১২ নম্বর জনপ্রিয় গান।
৭. 'দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস' - এটি তাঁর একক গান।
৬. 'থ্রিলার' - ১৯৯২ সালে থ্রিলার অ্যালবামের টাইটেল সং এর ভিডিওটি প্রথম ২০০৯ সালে ন্যাশানাল ফিল্ম রেজিস্ট্রির অন্তর্ভুক্ত করা হয়।
৫. 'ইউ আর নট অ্যালোন' - ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এই গানটি মার্কিন ইতিহাসে প্রথম বিলবোর্ডের ১০০ টা গানের মধ্যে ১ নম্বরে ছিল।
৪. 'হিল দ্য ওয়ার্ল্ড' - অ্যালবামের নাম ডেন্জারাস। ১৯৯১ সালে মুক্তি পাওয়া এই গানটি বানিয়ে মাইকেল ভীষণ খুশি হয়েছিলেন। তাই ১৯৯২ সালে তিনি এই গানের নামেই বানিয়ে ফেলেন 'হিল দ্য ওয়ার্ল্ড ফাউন্ডেশান'
৩. 'রক উইথ ইউ' - ১৯৭৯ সালে অফ দ্য ওয়াল অ্যালবামে মুক্তি পায় এই গানটি। বিলবোর্ড সেরা ১০০ টি গানের মধ্যে জায়গা করে নেওয়া এটা মাইকেল জ্যাকসনের তৃতীয় গান।
আজ মাইকেল জ্যাকসনের মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালে মৃত্যু হয় বিশ্বের অন্যতম সফল এই তারকার। তিনি ছিলেন মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, নৃত্যশিল্পী, অভিনেতা, সমাজসেবক ও ব্যবসায়ী। আজ তাঁর মৃত্যুদিনে জেনে নিন তাঁর সেরা গানগুলি কী কী?
২. 'বিট ইট' - ১৯৮২ সালে থ্রিলার অ্যালবাম থেকে জনপ্রিয় হয় এই গানটি। ১৯৮৩ সালে 'বেস্ট রক ভোকাল পারফরম্যান্স' হিসাবে এই গানটি গ্র্যামি পুরস্কার পায়।
১. 'বিলি জিন' - ১৯৮৩ সালে ইন্সট্রুমেন্টাল ভার্সান কালেকসান অ্যালবামে মুক্তি পায় এই গানটি। জানেন কি মাইকেল এই গোটা গানটি রেকর্ড করেছিলেন একটি ৬ ফিটের কার্টবোর্ড টিউবের মধ্যে বসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -