কেক, বেলুন, উপহারে মোড়া বড়দিন, ওদের কাছে ঋতাভরীই সান্তাক্লজ
সম্প্রতি ঋতাভরীর ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান প্যানোরামার তালিকায়। তাই নিয়ে আপাতত 'খুব খুব খুব খুশি' 'শর্বরী'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ্ঞে হ্যাঁ, শুধু অভিনেত্রী নন, একটি আস্ত স্কুলের গুরুদায়িত্ব হাসিমুখে সামলান ঋতাভরী। সল্টলেকের 'দ্য আইডিয়াল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম্ব' ঋতাভরীর খুশির ঠিকানা।
ঋতাভরীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললেই পাওয়া যাবে শিশুদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি। দীর্ঘ লকডাউনে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হয়নি বলে মনখারাপ ছিল ঋতাভরীর। সেই মনখারাপ বর্ষশেষে কাটল বোধহয়।
পুজো হোক বা বড়দিন, স্কুলের শিশুদের জন্য সবসময় আলাদা করে সময় বের করে নেন ব্যস্ত নায়িকা। এই বছরও ব্যতিক্রম হল না তার।
করোনা বিধি মেনেই ছোটদের সঙ্গে সময় কাটালেন ঋতাভরী। সবার হাতে তুলে দিলেন উপহারও।
এবিপি আনন্দকে ঋতাভরী বললেন, 'কেক কাটা থেকে শুরু করে বেলুন ফাটিয়ে টফি নেওয়া, উপহার দেওয়া, সবরকম মজা হয়েছে আজ। সঙ্গে অবশ্যই ছিল বিশেষ খাওয়াদাওয়ার ব্যবস্থা।'
রাত পোহালেই বড়দিন। তার আগে নিজের স্কুলের শিশুদের সঙ্গে উৎসবের মেজাজে নায়িকা ঋতাভরী চক্রবর্তী।
ঋতাভরীই এই স্কুলের শিশুদের সান্তাক্লজ। পুজোর জামা থেকে শুরু করে দোলের রং, বড়দিনের কেক, সমস্ত আনন্দের উপকরণ নিয়ে হাজির থাকেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -