বল্লভভাইয়ের জন্মজয়ন্তীতে 'স্ট্যাচু অফ ইউনিটি'তে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, দিলেন একতার বার্তা
কেভাডিয়ার শ্রেষ্ঠ ভারত ভবন থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত একতা ক্রুজ সার্ভিসের উদ্বোধনও করেন নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল প্রধানমন্ত্রী কেভাডিয়ায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। শুক্রবার গুজরাতের কেভাডিয়ায় সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্কের উদ্বোধনে গিয়ে জঙ্গল সাফারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাঁধে টিয়া নিয়ে পাখিরালয়ে ঘুরে বেড়াতেও দেখা যায় তাঁকে।
সর্দার বল্লভভাই পটেলের উদ্দেশে জল ঢেলে , ফুলের পাপড়ি উৎসর্গ করেন মোদি।
সর্দার বল্লভভাই পটেলের উদ্দেশে জল ঢেলে , ফুলের পাপড়ি উৎসর্গ করেন মোদি।
১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাতে জন্ম হয় সর্দার বল্লভ ভাই পটেল। দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়।
৩১ অক্টোবর জাতীয় একতা দিবস হিসেবে পালিত হয়। কেভাডিয়া থেকে প্রধানমন্ত্রী একতার বার্তা দেন দেশবাসীকে।
সর্দার বল্লভভাই পটেলের ১৪৫ তম জন্মবার্ষিকীতে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -