ছবিতে দেখুন: আরে বাহ! মা হয়ে গেলে, হার্দিকের স্ত্রী নাতাশাকে শুভেচ্ছা জানিয়ে লিখলেন প্রাক্তন প্রেমিক অ্যালি গোনি
সব ছবি হার্দিক ও নাতাশার ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাতাশার সঙ্গে ছবি পোস্ট করে হার্দিক লিখেছিলেন, ম্যায় তেরা তু মেরী জানে সারা হিন্দুস্তান।
গত মে মাসে হার্দিক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, তিনি বাবা হতে চলেছেন।
চলতি বছরের প্রথম দিন, ১ জানুয়ারি নাতাশার সঙ্গে বাগদানের কথা জানিয়েছিলেন হার্দিক।
হার্দিক বা তাঁর পরিবার থেকে অবশ্য ছেলের নামকরণ নিয়ে কিছু জানানো হয়নি এখনও।
হার্দিকের বাবা হওয়ার খবরে আপ্লুত ভক্তরা। পাশাপাশি কৌতূহলী হয়ে সকলেই অপেক্ষা করছেন, ছেলের নাম কী রাখেন হার্দিক সেটা দেখতে।
হার্দিক ছেলের ছবি পোস্ট করে লিখেছেন, ঈশ্বরের আশীর্বাদ।
নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিক অ্যালি গোনিও। নাতাশার সঙ্গে নিজের ছবি দিয়ে লিখেছেন, 'আর বাহ, মা হয়ে গেলে। অনেক শুভেচ্ছা নাতাশা ও হার্দিক।'
শনিবার পুত্রসন্তানকে কোলে নিয়ে এই ছবিটি পোস্ট করেছেন হার্দিক।
নতুন অতিথি এসেছে ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর বাড়িতে। তাঁর স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন দুদিন আগে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -