সুশান্তের বোন শ্বেতার সঙ্গে সুসম্পর্ক ছিল প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার, একসঙ্গে কাটিয়েছেন অনেক সময়, ভাইরাল হল ছবি
সুশান্ত, শ্বেতা ও অঙ্কিতাকে একসঙ্গে পার্টি করতেও দেখা গিয়েছে। (সব ছবি ট্যুইটারে পাওয়া)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শ্বেতা লেখেন, আমার বাচ্চা, আমার বাবু শারীরিকভাবে আর আমাদের মধ্যে নেই। ঠিক আছে। আমি জানি তুমি যন্ত্রণার মধ্যে ছিলে। তুমি একজন যোদ্ধা আর সমস্ত যন্ত্রণার সঙ্গে লড়াই করছিলে। দুঃখিত আমার সোনা, সমস্ত যন্ত্রণার জন্য। যদি তোমার সমস্ত যন্ত্রণা নিয়ে আমার সমস্ত খুশি তোমাকে দিয়ে দিতে পারতাম।
গত বৃহস্পতিবার পটনায় গঙ্গার এনআইটি ঘাটে সুশান্তের অস্থিভস্ম ভাসিয়ে দেওয়া হয়।
২০১৫ সালে শ্বেতার সঙ্গে এই ছবিটি শেয়ার করেছিলেন অঙ্কিতা। অভিনেতার মৃত্যুর পর মুম্বইয়ে সুশান্তের বাবা ও বোনেদের সঙ্গে গিয়ে দেখা করেন অঙ্কিতা।
সম্প্রতি সুশান্তের বাড়ি সহমর্মিতা জানাতে যান অঙ্কিতা। তিনি মানসিকভাবে এমন ভেঙে পড়েছেন যে, প্রত্যক্ষদর্শীরা জানেয়িছেন, অঙ্কিতার সেদিন হাঁটার ক্ষমতাও ছিল না। মায়ের সঙ্গে সুশান্তের বাড়ি গিয়েছিলেন অঙ্কিতা।
অঙ্কিতার সঙ্গে শ্বেতার সম্পর্ক খুব ভাল ছিল বলেই শোনা যায়। তাঁদের একসঙ্গে প্রচুর ছবিও রয়েছে।
শ্বেতা সম্প্রতি ফেসবুকে জানিয়েছেন, সুশান্তের মৃত্যুতে তাঁর পাঁচ বছরের পুত্র অর্থাৎ অভিনেতার ভাগ্নে কীভাবে ভেঙে পড়েছে। যখন আমি নির্বাণকে বলি যে তোমার মামু আর নেই, ও বলেছিল যে তোমার মনের মধ্যে তো বেঁচে থাকবে। অন্তত তিনবার এই বাক্যটা আওড়েছিল ও। একটা পাঁচ বছরের বাচ্চা এটা বলতে পারলে আমাদের তো মনের জোর দেখাতেই হবে। সকলে মানসিকভাবে শক্তিশালী হোন। ওর ভক্তদের বলব, এমন কিছু করবেন না যাতে ওর আত্মা কষ্ট পায়, সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন শ্বেতা।
সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি কঠিন সেই সময়ে পরিবারের পাশে থাকতে আমেরিকা থেকে উড়ে এসেছিলেন।
একতা কপূরের পবিত্র রিস্তা ধারাবাহিকে অঙ্কিতার বিপরীতে মানব-এর চরিত্রে অভিনয় করে প্রথম নজর কেড়েছিলেন সুশান্ত। সেখান থেকেই অঙ্কিতার সঙ্গে তাঁর প্রেম। সেই সম্পর্ক বেশ কয়েক বছর টিকেছিল। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বলিউডকে। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তদন্ত করছে মুম্বই পুলিশ। এরই মধ্যে ভাইরাল হল প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সুশান্তের বোনের একাধিক পুরনো ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -