Soumitra Chatterjee Death: প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, দেখুন তাঁর অবিস্মরণীয় অভিনয় জীবনের ঝলক
সত্যজিৎ রায়ের বিশেষ পছন্দের অভিনেতা ছিলেন সৌমিত্রবাবু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘ঝিন্দের বন্দি’তে উত্তম কুমারের প্রতিস্পর্ধী প্রতিনায়ক।
দেখুন সৌমিত্রবাবুর অভিনয় জীবনের আরও কিছু স্মরণীয় মুহূর্ত।
শেষ ফাইটটা জেতা হল না ক্ষিদ্দার।
করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে।
এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল সৌমিত্রবাবুর।
১৯৫৯ সালে ‘অপুর সংসার’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু সৌমিত্রবাবুর।
২০১৮ সালে পান ‘লিজিয়ঁ দ্য নর’ সম্মান।
ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সেরা তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়।
২০১১ সালে পান দাদাসাহেব ফালকে সম্মান।
২০০৪ সালে পদ্মভূষণে সম্মানিত হন সৌমিত্রবাবু।
লিখেছেন ১৪টি কাব্যগ্রন্থ, করেছেন পত্রিকা সম্পাদনাও।
কিং লিয়রের ভূমিকায় চমকে দিয়েছিলেন দর্শকদের।
প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেতা। আজ বেলা ১২.১৫ মিনিটে বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে তাঁর প্রয়াণের কথা ঘোষণা করা হয়।
সত্যজিৎ রায়ের পরিচালনায় ১৪টি ছবিতে অভিনয় করেন সৌমিত্রবাবু। পর্দায় ফেলুদার কথা ভাবলেই, তাঁর কথা সবার আগে মনে আসে দর্শকদের।
দীর্ঘ ৬ দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন সৌমিত্রবাবু।
‘টিকটিকি,’ ‘হোমাপাখি’, ‘ঘটক বিদায়’-এর মতো নাটকে স্মরণীয় অভিনয়।
রুপোলি পর্দার পাশাপাশি দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চেও।
সত্যজিৎ রায় ছাড়াও কাজ করেছেন মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের সঙ্গেও।
তিনশোরও বেশি ছবিতে অভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
ফেলুদা থেকে অপুর চরিত্রে চিরস্মরণীয় সৌমিত্র চট্টোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -