স্ত্রী-কন্যাকে নিয়ে শাশুড়ির জন্মদিন পালন সৌরভের, জামাইকে কেক খাইয়ে দিলেন ডোনার মা, দেখুন এক্সক্লুসিভ ছবি
৬৯ বছর সম্পূর্ণ করলেন ডোনা গঙ্গোপাধ্যায়ের মা তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের শাশুড়ি। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে বড়সড় অনুষ্ঠানের পরিকল্পনা বাতিল করতে হয়। বাড়িতেই ছোট অনুষ্ঠান হয়। এবিপি আনন্দকে ডোনা বললেন, “করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইচ্ছে থাকলেও বেশি লোকজন আমন্ত্রণ করতে পারিনি। বাড়ির কয়েকজন মিলেই মায়ের জন্মদিন উদযাপন করেছি। তবে পারস্পরিক দূরত্ববিধি মানা হয়েছে।”
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ এখন বোর্ড প্রেসিডেন্টও। সারা বছরই রয়েছে তুমুল ব্যস্ততা। একের এক ফোন, মিটিং করেই কেটে যাচ্ছে দিন। তবে শাশুড়ির জন্মদিনে ছিলেন খোশমেজাজে। শাশুড়িও জামাইকে পেয়ে আনন্দে আত্মহারা। নিজের হাতে করে খাইয়ে দিলেন কেক। ছবি সৌজন্য: ডোনা গঙ্গোপাধ্যায়
ডোনা জানালেন, পারিবারিক কয়েকজন বন্ধু খাওয়ানোর আব্দার করেছিলেন। তাই খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। ছোট অনুষ্ঠান হলেও সকলে মিলেই খুব আনন্দ করেছেন।
এবার ডোনার মায়ের জন্মদিনে বাড়তি প্রাপ্তি বলতে, হাজির ছিলেন সৌরভ ও সানা। ডোনা বলছেন, “মহারাজের তো শাশুড়ির জন্মদিনে থাকাই হতো না। সানাও হয়তো আগামী বছরই পড়াশোনা করতে বাইরে চলে যাবে। এ বছর সকলে থাকায় তাই খুব আনন্দ হয়েছে।“
বাবা-মার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন ডোনা। বললেন, “বাবা এমনিতেই অসুস্থ। হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, ডায়াবিটিস রয়েছে। তাই বাবাকে নিয়ে বেশ দুশ্চিন্তা ছিল। অবশ্য এখন দুজনই সুস্থ। জন্মদিনে খুব আনন্দও করেছে।“
ডোনা জানালেন, বাবা-মা, দুজনই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এখন সেরে উঠেছেন। ডোনার কথায়, “ফেব্রুয়ারি থেকে বাড়িতেই ছিল বাবা-মা। কোথাও যায়নি। দুর্গাপুজোর ষষ্ঠীর দিন থেকে দুজনেরই করোনা হয়েছিল।“
- - - - - - - - - Advertisement - - - - - - - - -