✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Sourav Ganguly Health Update: বাড়ি ফিরলেন, চকোলেট দিলেন প্রতিবেশী, শরীর যেভাবে রিয়াক্ট করে, সেইমতো আবার কাজে ফিরব, বললেন সৌরভ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  07 Jan 2021 06:06 PM (IST)
1

মঙ্গলবারই স্বাস্থ্য পরীক্ষা করে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি জানান, সৌরভ এতটাই ফিট যে, ম্যারাথন দৌড়তে পারেন, কিম্বা প্লেন ওড়াতে পারেন। চাইলে খেলতে পারেন ক্রিকেটও! এরপরই হাসপাতালের তরফে জানানো হয়, বুধবার সকালে সৌরভকে ছাড়া হবে। সেই মতো সমস্ত প্রস্তুতিও সম্পূর্ণ হয়। লেখা হয়ে যায় ডিসচার্জ সার্টিফিকেট। কিন্তু, আরও একটা দিন হাসপাতালে থাকার ইচ্ছাপ্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে ফের একদফা তাঁর পরীক্ষা করেন চিকিত্সককরা। সৌরভ বাড়ি ফেরার ব্যাপারে রাজি হলে এদিন তাঁকে ছুটি দেওয়া হয়।

2

কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে যন্ত্রণার অভিষেক থেকে লর্ডসের বাইশ গজে আগুন ঝরানো ব্যাটিং। আবারও সেভাবে ‘দাদা’র কামব্যাক! বৃহস্পতিবার সকালে উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পুরোপুরি সুস্থ রয়েছেন বলে নিজেই জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

3

বলেছেন, আই অ্যাম রেডি টু-ফ্লাই! বাড়ি ফিরলেও আপাতত চিকিত্সবকদের তত্ত্বাবধানে থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক।

4

সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে সৌরভ বলেন, ভাল আছি, শরীর যেভাবে রিয়াক্ট করে সেই অনুযায়ী আবার কাজে ফিরব। বাড়ি ঢোকার সময় এক প্রতিবেশী সৌরভের হাতে তুলে দেন চকোলেট! বলেন, দাদা বাড়ি ফিরেছে খুব খুশি। উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসু বলেন, বাড়ির লোকজন খুব খুশি, তাঁর মা-ও খুব খুশি আর দাদা এই ইনসিডেন্টটা মনে রাখতে চান না।

5

ওনাকে আজ ছাড়লেন কেন, জানতে চাওয়া হলে উডল্যান্ডস হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, কাল উনি থাকতে চাইছিলেন, আজ বললেন বাড়ি যাবেন। সঙ্গে ডাক্তার গেছেন। নিয়মিত ওনাকে নজরদারিতে রাখা হবে। নিয়মিত চিকিৎসকরা যাবেন। সপ্তাহ দু’য়েক পরে পরবর্তী স্টেন্ট বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

6

বৃহস্পতিবার সকালেই হাসপাতালে চলে আসেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সকাল সাড়ে দশটা নাগাদ হাসপাতাল থেকে বের হন সৌরভ। হাসপাতাল থেকে বেরিয়েই বিসিসিআই সভাপতি বলেন, সুস্থ আছি। ধমনীর ব্লকেজকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরলেন মহারাজ!

7

সকাল এগারোটা নাগাদ বাড়ি পৌঁছন মহারাজ। সেখানে তখন ভিড় করে ছিলেন পাড়া-পড়শি ও ফ্যান ক্লাবের সদস্যরা।

8

উডল্যান্ডস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পাণ্ডা বলেন, ওনার মতো পার্সোনালিটির মতো চিকিৎসায় চাপ থাকে। তবে প্রটোকল মেনে চিকিৎসা হয়, সবার জন্যই এক চিকিৎসা। বাড়ি ফিরলেও আপাতত চিকিত্সেকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • Sourav Ganguly Health Update: বাড়ি ফিরলেন, চকোলেট দিলেন প্রতিবেশী, শরীর যেভাবে রিয়াক্ট করে, সেইমতো আবার কাজে ফিরব, বললেন সৌরভ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.