Foreign Cricketers Marriage: ১০ বিদেশি ক্রিকেটার, যাঁদের বিয়ে করেছিলেন ভারতীয় নারীকে
নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্লেন টার্নারের স্ত্রী ভারতীয়। ১৯৭৩ সালে নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার ভারতীয় শিখ নারী সুখীন্দর কৌরকে বিয়ে করেন। দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক ২০১০ সালে বিয়ে করেছিলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে। ২ জনই আগে একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শন টেটও ভারতীয় মডেল মাসুম সিংহর প্রেমে পড়েন ও পরে বিয়ে করেন দু জনে। আইপিএলের সময় দেখা হয়েছিল দুজনের।
বলিউড অভিনেত্রী রীনা রায়কে বিয়ে করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার মহসিন খান। যদিও তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় কিছুদিনের মধ্যে।
পাক পেসার হাসান আলির স্ত্রী ভারতীয়। ২০১৯ বিশ্বকাপের আগে হাসান ভারতের শামীমা আরজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ব্রিয়ারলি। সত্তরের দশকে ভারতের বিখ্যাত শিল্পপতি গৌতম সারা ভাইয়ের কন্যা মনাকে বিয়ে করেছিলেন।
শ্রীলঙ্কার প্রাক্তন লেগস্পিনার মুত্থাইয়া মুরলিথরনের স্ত্রী ভারতীয়। ২০০৫ সালে মধিমালার সঙ্গে ভারতীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুরলিথরন।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সম্প্রতি নারী ভিনি রমনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিজ্ঞান বিভাগে পড়াশুনা শেষ করেছেন।
তারকা ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারাইন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা নারাইন ভারতীয় নারী নন্দিতাকে বিয়ে করেন।
পাক ক্রিকেটের অন্যতম কিংবদন্তী ব্যাটার। টেস্টে চারটে ডাবল সেঞ্চুরি করা জাহির আব্বাস ভারতীয় নারী রিতা লুথরাকে বিয়ে করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -