IPL 2024 Auction: মেগা নিলামে শিকে নাও ছিঁড়তে পারে এই ক্রিকেটারদের, তালিকায় আইপিএল জয়ী প্লেয়ারও আছেন
গত মরসুমে আরসিবির জার্সিতে মাত্র ১৪৪ রান করেছিলেন দীনেশ কার্তিক। এবারের নিলামে তাঁকে দলে দেখতে নাও পাওয়া যেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ান ডে বিশ্বকাপে ভাল পারফর্ম করলেও কোনও ফ্র্যাঞ্চাইজিই হয়ত রাসি ভ্যান ডার ডুসেনকে নেওয়ার ইচ্ছে প্রকাশ করবে না।
বয়স ৩৮ পেরিয়েছে। কিন্তু নিলামে নিজের বেস প্রাইস রেখেছেন ২ কোটি টাকা। এত টাকা খরচ করে কেদার যাদবকে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নাও নিতে পারে।
আইপিএলের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু গত কয়েক বছরে পারফরম্যান্স একেবারেই ভাল নয় মণীশ পাণ্ডের।
এবার নিলামে নাম রয়েছে। কিন্তু দল পাওয়ার সম্ভাবনা কম অ্যাঞ্জেলাে ম্যাথিউজেরও। ২০১৭ সালে শেষবার আইপিএলে খেলেছেন লঙ্কা তারকা।
তালিকায় রয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমনও। ২০১৮ আইপিএল মরসুমে ১৪ উইকেট নিয়েছিলেন। এছাড়া আইপিএল সেভাবে উল্লেখযোগ্য পারফর্ম করতে পারেননি।
টেস্ট স্পেশালিস্ট হিসেবেই পরিচিত জো রুট। গত মরসুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে অভিষেক হলেও পারফর্ম সেভাবে করতে পারেননি রুট। তাঁর সম্ভাবনাও কম।
শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক। কিন্তু খারাপ টি-টোয়েন্টি রেকর্ড। তার জন্য আইপিএলে দল নাও পেতে পারেন দাসুন শনাকা।
২০২২ সালের আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন অজি তারকা স্টিভ স্মিথ। এবারের নিলামেও কোনও দল তাঁকে নেয় কি না তা দেখার।
গত মরসুমে কেকেআরের জার্সিতে ৮ ম্যাচ খেলে মাত্র ১ উইকেট নিয়েছিলেন উমেশ যাদব। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে। তাঁকে কোনও দল নিলামে নেয় কি না তা দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -