FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপ মাতাতে পারেন এই তরুণ ফুটবলাররা
জুড বেলিংহাম ইংল্যান্ডের তরুণ ফুটবলার। বার্মিংহাম সিটিতে খেলা শুরু করেছিলেন। ১৮ বছরের এই ফুটবলার এই মুহূর্তে বরুশিয়া ডর্টমুন্ডে খেলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাতিয়াস আরেজো উরুগুয়ের নতুন লুইস সুয়ারেজ নামে পরিচিত। রিভার প্লেটের হয়ে ৯১ ম্যাচ ইতিমধ্যেই ৩৭ গোল করে ফেলেছেন তিনি।
আসন্ন বিশ্বকাপের ব্রাজিলের একমাত্র তরুণ প্লেয়ার হিসেবে অ্যান্টোনিকে নজরে রাখা যেতে পারে। উইঙ্গার হিসেবে কাজ করছেন তিনি।
ক্রোয়েশিয়া আগের বার ফুটবল বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল। আসন্ন বিশ্বকাপেও মদ্রিচের দেশের আরও এক তরুণ প্লেয়ারের দিকে নজর থাকবে। তাঁর নাম লুকা সুসিচ।
২০ বছরের মহম্মদ ডারামি গত মরসুমে কোপেনহেগেনে খেলতেন। ডেনমার্কের এই প্লেয়ারের দিকেও নজর থাকবে।
রায়ান গ্রেভেনবার্গের দিকেও নজর থাকবে আগামী বিশ্বকাপে। তিনি নেদারল্য়ান্ডসের হয়ে খেলেন।
জামাল মুসিয়ালা বায়ার্ন মিউনিখের প্লেয়ার। জার্মানির ১৯ বছরের এই তরুণ ফুটবলার দুর্দান্ত ছন্দে রয়েছেন সম্প্রতি।
১৯ বছর বয়সি ফ্রান্সের তরুণ ফুটবলার। রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ কাঁপাতে দেখা গিয়েছে তাঁকে। কাতারেও তিনি নজরে রয়েছেন।
পিএসজির জার্সিতে খেলেন নুনো মেনডেজ। ফার্নান্দো স্যান্টোসের পর্তুগাল শিবিরের অন্যতম ভরসা হতে পারে আসন্ন কাতার বিশ্বকাপে।
স্পেনের মিডফিল্ডে পেদ্রি আসন্ন বিশ্বকাপে নজর কাড়তে পারেন। বার্সার জার্সিতে খেলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -