10 Years of India World Cup: মাহির ছক্কায় ম্লান মাহেলার ঝড়, ভারতের বিশ্বজয়ের ১০ বছর
২ এপ্রিল, ২০১১। ওয়াংখেড়ের সেই ঐতিহাসিক রাত। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনির ভারত ও কুমার সঙ্গকারার শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সঙ্গা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুরন্ত সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন মাহেলা জয়বর্ধনে। মাত্র ৮৮ বলে অপরাজিত ১০৩, ভারতীয় বোলারদের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান।
ব্যাট হাতে ৪৮ রান করেন সঙ্গকারা। শুরুতে দুই উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে তোলে সঙ্গা-মাহেলা পার্টনারশিপ। তৃতীয় উইকেটে ৬২ রান যোগ করেন দুজনে মিলে।
শেষ দিকে চালিয়ে খেলে মাত্র ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন থিসারা পেরেরা। বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্য়াট করে শ্রীলঙ্কা তোলে ২৭৪/৬।
জাহির খান ১০ ওভারে ৬০ রান খরচ করলেও দু উইকেট নিয়েছিলেন।
ফাইনালে বল হাতে সফল সেই বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকা যুবরাজ সিংহ। সঙ্গকারা ও সমরবীরা, দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন যুবি।
রান তাড়া করতে নেমে শুরুতেই বীরেন্দ্র সহবাগ ও সচিন তেন্ডুলকরকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বারত। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেন গৌতম গম্ভীর।
তিন নম্বরে নেমে ১২২ বলে দুরন্ত ৯৭ রান করেন গৌতি। ইনিংসে ৯টি চার মেরেছিলেন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান।
শুরুতে লাসিথ মালিঙ্গার বলে সচিন-সহবাগকে হারিয়ে বসা ভারতকে সেই ম্যাচে লড়াইয়ে ফিরিয়েছিলেন গম্ভীরই।
বিরাট কোহলি ৩৫ রান করে ফেরার পর গম্ভীরের সঙ্গে জুটি বাঁধেন ধোনি। চতুর্থ উইকেটে ১০৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে। ঠিক যখন মনে হচ্ছে ভারতের হাতে ম্যাচের রাশ, তখনই স্টেপ আউট করে মারতে গিয়ে থিসারা পেরেরার বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান গম্ভীর। সেঞ্চুরির মাত্র তিন রান দূরে দাঁড়িয়ে।
ধোনির সঙ্গে জুটি বাঁধেন যুবরাজ। ২৪ বলে ২১ রান করেন যুবি। তারপরই সেই রুদ্ধশ্বাস শট। নুয়ান কুলশেখরার বলে বিশাল ছক্কা ধোনির। একটা ছক্কায় শ্রীলঙ্কার স্বপ্নভঙ্গ।
কুলশেখরার বলকে এতটাই জোরে মেরেছিলেন ধোনি যে, গোটা স্টেডিয়ামে শোনা গিয়েছিল ব্যাট-বলের সংঘাতের সেই শব্দ।
১০ বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ভারতই বিশ্বের প্রথম দল, যারা দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ জেতে। ফাইনালে ধোনির পাশাপাশি ৯৭ রান করে অন্যতম নায়ক গম্ভীরও।
২৮ বছরের অপেক্ষার অবসান। ফের বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। এটাই ঠিল সচিনের শেষ বিশ্বকাপ। তাঁকে কাঁধে চড়িয়ে ভারতীয় ক্রিকেটারদের মাঠ প্রদক্ষিণের ছবি বিশ্বক্রিকেটের ইতিহাসে অমর হয়ে রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -