IPL Stat: আইপিএলে নাইটদের হয়েও খেলেছেন, কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ট্রফি জিতেছেন এই পাঁচ তারকা
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মার্চেন্ট ডি লাঞ্জ। তিনি ২০১২ আইপিএল জয়ী কেকেআর শিবিরের সদস্য ছিলেন। নিজের প্রথম আইপিএল জেতেন সেবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরে নিলামে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল। ২০১৫ সালে মুম্বই যখন আইপিএল জেতে, সেই দলের সদস্য ছিলেন মার্চেন্ট ডি লাঞ্জ।
কেকেআরের জার্সিতে খেলার সময় আইপিএলে জিতেছেন প্রাক্তন অজি তারকা ব্যাটার ক্রিস লিন। সালটা ২০১৪ সাল। সেবারই কেকেআর শেষবার আইপিএল খেতাব জেতে।
২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন লিন। সেবার মুম্বই আইপিএল খেতাব জিতেছিল।
কেকেআরের জার্সিতে ২০১২ সালে আইপিএল জিতেছিলেন প্রাক্তন অজি ফাস্ট বোলার জেমস প্যাটিনসন। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দলের সদস্য ছিলেন তিনি।
২০২০ সালে রোহিত শর্মার নেতৃত্ব আইপিএল জেতে মুম্বই ইন্ডিয়ান্স। সেবারের দলের সদস্য ছিলেন জেমস প্যাটিনসন।
মুম্বই ইন্ডিয়ান্স থেকে কেকেআরে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। ২০১৪ সালে প্রথমবার নাইটদের জার্সিতে আইপিএল জেতেন।
তিনবারের আইপিএল জয়ী ব্যাটার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২০১৯ ও ২০২০ মরসুমের আইপিএল জেতেন পরে।
তালিকায় আছেন প্রাক্তন ভারতীয় পেস বোলার বিনয় কুমার। ২০১৪ মরসুমে কেকেআরের জার্সিতে আইপিএলে জিতেছিলেন।
মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর ২ বার আইপিএল ট্রফি জেতেন বিনয়। ২০১৫ ও ২০১৭ মরসুমে খেতাব জেতে মুম্বই। সেই দলের সদস্য ছিলেন বিনয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -