Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup: যুবরাজের সবচেয়ে লম্বা ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙতে পারেন কে?
নিঃসন্দেহ তালিকায় থাকবেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ওপেনার তিনিই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাঠের বিভিন্ন প্রান্তে ছক্কা হাঁকাতে পারেন। পাওয়ার প্লে-তে বাটলারকে আটকানো যে কোনও বোলারের কাছে বড় চ্যালেঞ্জ।
তালিকায় ইংল্যান্ডের তারকা ব্যাটার লিয়াম লিভিংস্টোনও। ২০০ টি-টোয়েন্টি ম্যাচে ৩০৫টি ছক্কা হাঁকিয়েছেন লিভিংস্টােন।
লম্বা লম্বা ছক্কা হাঁকানোয় লিভিংস্টোন নতুন নন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেই কাগিসো রাবাডাকে ১১২মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন।
সিঙ্গাপুরের জার্সিতে একটা সময় খেলতেন। বর্তমানে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের সদস্য টিম ডেভিড।
এখনও পর্যন্ত ১৩২টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮৪১ রান করেছেন। ১৬২.৪৬ স্ট্রাইক রেটে রান করেছেন। হাঁকিয়েছেন ১৭৩টি ছক্কাও।
বড় বড় ছক্কা হাঁকানোর জন্য বিখ্যাত রভমন পাওয়েলের নাম। গত আইপিএলে ২২টি ছক্কার সাহায্যে ১৪ ম্যাচে ২৫০ রান করেছেন।
নিজের দিনে যে কোনও প্রতিপক্ষের বোলারদের সামনে ত্রাস হয়ে উঠতে পারেন পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটারও তালিকায়।
বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা বিধ্বংসী ব্যাটার। মিডল অর্ডারে যে কোনও প্রতিপক্ষের কাছে ঘাতক। ডেভিড মিলার টেক্কা দিতে পারেন যুবিকে।
এখনও পর্যন্ত ৪০৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৪০১টি ছক্কার সাহায্যে ৮৮৭৫ রান করেছেন মিলার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -