World Cup 2023: চলতি বিশ্বকাপেই এই পাঁচটি রেকর্ডের মালিক হতে পারেন বিরাট কোহলি
বিরাট কোহলি মানেই রেকর্ডের বন্যা ব্যাটে দেখতে পাওয়া যাবে। এই নিয়ে কেরিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছেন কিং কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বিশ্বকাপেও নতুন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে বিরাটের সামনে। ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরির মালিক সচিন। তাঁর দখলে ৪৯টি সেঞ্চুরি। আর তিনটি করতে পারলেই বিরাট টপকে যাবেন মাস্টার ব্লাস্টারকে।
বিশ্বকাপের মঞ্চে ১৫০০ রান করার হাতছানি বিরাট কোহলির সামনে।
সচিন তেন্ডুলকর এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রানের মালিক। ৪৫ ম্য়াচে ২২৭৮ রান করেছেন তিনি।
বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন একই সঙ্গে একটি অভিনব নজিরের সামনে দাঁড়িয়ে। ঘরের মাঠে দুজনেই দুটো বিশ্বকাপ জয়ের নজির গড়তে পারেন।
২০১১ সালে বিরাট অনেকগুলো বিশ্বকাপ ম্যাচ খেললেও অশ্বিন বেশি ম্য়াচ খেলেননি। আর ২০১৫ বিশ্বকাপের পর থেকে একটিও ম্য়াচ বিশ্বকাপে খেলেননি অশ্বিন।
ওয়ান ডে ফর্ম্যাটে বিরাটের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ১৩০৮৩ রান। ওয়ান ডে-তে সর্বাধিক রানের মালিকদের মধ্যে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।
সনৎ জয়সূর্য ১৩৪৩০ রান করেছেন ওয়ান ডে ফর্ম্য়াটে। তাঁকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত ৫০৭ ম্যাচ খেলেছেন বিরাট। তাতে ২৫৭৬৭ রান করেছেন তিনি।
মাহেলা জয়বর্ধনে ২৫৯৫৭ রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তাঁর থেকে মাত্র ২৩৩ রান পিছিয়ে আছেন বিরাট। বিশ্বকাপেই প্রাক্তন লঙ্কা ব্যাটারকে টপকে যেতে পারেন কিং কোহলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -