Sports Moments 2023: নীরজের সোনা জয়, বিরাটের সচিনকে টেক্কা, অজিদের বিশ্বজয়, একঝলকে বছরের সেরা খেলার মুহূর্তগুলো
যুক্তরাষ্ট্র ওপেন জয়ের সঙ্গে সঙ্গেই নোভাক জকোভিচ টেনিস ইতিহাসে সর্বাধিক ২৪ গ্র্যান্ডস্লামের মালিক হয়েছেন নোভাক জকোভিচ। ছুঁয়েছেন মার্গারেট কোর্টকে। এছাড়া সর্বাধিক ৩৭৮ সপ্তাহ ক্রমতালিকায় শীর্ষে থেকে পেরিয়েছেন কাের্টকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএশিয়ান গেমসের ইতিহাসে ভারত সর্বাধিক ১০৭ পদক জিতেছেন চলতি বছর। ভারত ঝুলিতে ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ জিতেছে।
টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। এবার চলতি বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সোনা জিতলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের নজির গড়লেন।
বছরের ফুটবলের খবরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মেসির দলবদল। পিএসজি থেকে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন তিনি।
ক্রিকেট বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার। ভারতের মাটিতে হওয়া ৫০ ওভারের বিশ্বকাপে ফেভারিট ছিলেন রোহিতরাই। তবে তাঁদের রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল।
বিশ্বকাপে ম্যাক্সওয়েলের ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসটিকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস গন্য করা হচ্ছে। প্রথম অজি ব্যাটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে দ্বিশতরান হাঁকিয়েছিলেন ম্যাক্সওয়েল।
বিশ্বকাপের মঞ্চেই সচিনের সামনে মাস্টার ব্লাস্টারকে টপকে ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক ৫০ শতরানের মালিক হলেন বিরাট কোহলি।
মরসুমের তিনটি খেতাবই ঝুলিতে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে ম্য়াঞ্চেস্টার সিটি।
নিউজিল্যান্ডকে হারিয়ে রাগবি বিশ্বকাপ নিজেদের দখলে রাখল প্রোটিয়া বাহিনী। এর আগে ১৯৯৫, ২০০৭ ও ২০১৯ সালে খেতাব জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
ফিফা মহিলাদের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন। ইংল্যান্ডকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে দেয় স্প্যানিশ মহিলা ফুটবল দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -