Rashid Khan Records: ২৪-এ পা দিলেন রশিদ, এক নজরে আফগান তারকার রেকর্ডসমূহ
টি-টোয়েন্টি ফর্ম্যাটে রশিদ খানের ৪৮২টি উইকেট দ্বিতীয় সর্বোচ্চ। ডোয়েন ব্র্যাভো বাদে আর কেউ এত উইকেট নেননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে দ্রুততম বোলার হিসাবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৪৫০টি উইকেট নেওয়ার রেকর্ড কিন্তু রশিদ খানেরই দখলে।
২১ শতাব্দীতে একটি টেস্টে রশিদই সর্বাধিক ৯৯.২ ওভার বল করেছেন। শেন ওয়ার্নের এক টেস্টে ৯৮ ওভার বল করার রেকর্ড ভাঙেন রশিদ
সবথেকে কম, ৪৪ ম্যাচে ওয়ান ডেতে ১০০ উইকেট নিয়েছেন রশিদ।
টি-টোয়েন্টিতেও মাত্র ৫৩ ম্যাচ খেলে দ্রুততম বোলার হিসাবে ১০০ উইকেট নিয়েছেন আফগান তারকা।
রশিদ আন্তর্জাতিক টেস্ট এবং ওয়ান ডে, উভয় ফর্ম্যাটেরই কণিষ্ঠতম অধিনায়ক
ওয়ান ডেতে রশিদের ১৮.৬৫ হল বোলারদের মধ্যে সর্বকালের দ্বিতীয় সেরা বোলিং গড়।
টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রশিদ।
আ্ন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এলবিডব্লুতে সর্বাধিক ২৮টি উইকেট নিয়েছেন রশিদ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাগাড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি ম্যাচ খেলার রেকর্ডও রশিদের দখলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -