WPL 2024 Auction: উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম আজ, তার আগে জেনে নিন টুর্নামেন্টের খুঁটিনাটি
আইপিএলের নিলাম আগামী ১৯ ডিসেম্বর। তার আগে আজ উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম পর্ব। কার কার ভাগ্যে শিকে ছিঁড়বে আজ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউইমেন্স প্রিমিয়ার লিগে মোট কতগুলো দল খেলবে? নিলামের আগে জেনে নিন এই টুর্নামেন্ট নিয়ে কিছু খুঁটিনাটি।
মুম্বইয়ে আজ উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলাম আয়োজিত হতে চলেছে। মোট ১৬৫ জন প্লেয়ারের ভাগ্য নির্ধারণ হবে এদিন।
গত মরসুমে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। রানার্স আপ হয়েছিল দিল্লি ক্যাপিটালস।
গত মরসুমেই প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। হরমনপ্রীত কৌর প্রথম ক্য়াপ্টেন হিসেবে খেতাব জিতেছিলেন মুম্বইয়ের হয়ে।
মোট ৫টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। রয়েছে আরসিবি, ইউপি, গুজরাতের দলও।
প্রতিটি দলের কাছে ৩০টি স্লট রয়েছে প্লেয়ার নেওয়ার জন্য।
নিলামে মোট ১০৪ জন ভারতীয় প্লেয়ার থাকবেন। প্রতিটি দলই ৯ জন বিদেশি দলে নিতে পারবেন।
এবারের নিলামে ওয়েস্ট ইন্ডিজের ডিয়েন্ড্রা ডটিন ও অস্ট্রেলিয়ার কিম গার্থের সর্বোচ্চ বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। বেশিরভাগ প্লেয়ারের বেস প্রাইস ৪০ লক্ষ টাকা।
আজ ভারতীয় সময় বিকেল ৩টে থেকে শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম পর্ব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -