Anushka On Gukesh: বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের বাবার কথায় মুগ্ধ অনুষ্কা, বিরাট-ঘরনির পোস্ট জিতে নিল হৃদয়
দাবায় বিশ্বজয় করেছেন ডি গুকেশ। চিনের ডিং লিরেনকে হারিয়ে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তামিলনাড়ুর দাবাড়ু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবাড়ু হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। সব মিলিয়ে দাবার ইতিহাসে বিশ্বের ১৮তম বিশ্বচ্যাম্পিয়ন।
মাত্র ১৮ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। যা একটি বিশ্বরেকর্ড। বিশ্বের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু।
গুকেশের সাফল্য ও তাঁর পরিবারের মূল্যবোধ দেখে মুগ্ধ অনুষ্কা শর্মা। যাঁর সঙ্গে খেলার ময়দানের নিবিড় যোগ রয়েছে। কারণ তিনি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী।
গুকেশের বাবা রজনীকান্ত চিকিৎসক। ইএনটি শল্যচিকিৎসক ছেলের দাবার জন্য নিজের কেরিয়ার বিসর্জন দেন।
গুকেশের বাবা অবশ্য এটাকে নিজের স্বার্থত্যাগ হিসাবে দেখতে নারাজ। বরং তাঁর মতে, বাবা হিসাবে তিনি শুধু নিজের কর্তব্য পালন করেছেন।
রজনীকান্তের এই কথা শুনে আপ্লুত অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তের ভূয়সী প্রশংসা করেছেন।
বিরাট-ঘরনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গুকেশের বাবার একটি ভিডিও শেয়ার করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'একজন চ্যাম্পিয়ন অভিভাবকের দারুণ কথা।'
গুকেশকে শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা। বলিউডের অভিনেত্রী এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। যেখানে সিরিজ খেলছে ভারত।
গুকেশকে নিয়ে উৎসবের আবহ গোটা দেশে। অভিনন্দনবার্তায় ভাসছেন গুকেশ। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -