Archery World Cup: কলকাতার তিরন্দাজ দম্পতির দাপটে বিশ্বকাপে উজ্জ্বল ভারত
প্যারিসে তিরন্দাজি বিশ্বকাপের স্টেজ থ্রি পর্বে এক ঝাঁক পদক নিয়ে ফিরছেন ভারতীয় তারকারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুরুটা হয়েছিল অভিষেক বর্মাকে দিয়ে ৷ প্যারিসে চলতি তিরন্দাজি বিশ্বকাপের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন অভিষেক ৷
এরপর দলগত বিভাগেও ভারতের ঝুলিতে এল সোনার পদক ৷
ফাইনালে মহিলাদের রিকার্ভ টিম সোনার পদক ছিনিয়ে নিয়েছে ৷
রবিবারই সোনা জিতেছেন তারকা তিরন্দাজ দম্পতি দীপিকা কুমারী ও অতনু দাস৷ মিক্সড টিমে রিকার্ভ ইভেন্টের ফাইনালে দীপিকা-অতনুর লড়াই ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৷ ফুটবলের ইউরো কাপ থেকে বিদায় নেওয়ার দিন তিরন্দাজিতেও পারল না ডাচ দল। নেদারল্যান্ডসের জুটিকে হারিয়ে সোনা জেতেন বঙ্গ দম্পতি ৷
রবিবার ওয়ার্ল্ড কাপ স্টেজ থ্রি-র ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ভারতের মহিলাদের রিকার্ভ টিম ৷ দলে ছিলেন দীপিকা কুমারী (Deepika Kumari), অঙ্কিতা ভকত ও কোমালিকা বারি ৷
মেক্সিকোকে হারিয়ে সোনা জিতে নেন দীপিকারা৷
ফাইনালে মহিলাদের রিকার্ভ টিম সোনার পদক ছিনিয়ে নিয়েছে৷ সেই সঙ্গে পদক এসেছে মিক্সড টিম ইভেন্টেও৷ দু‘টি দলেই ছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজ দীপিকা কুমারী৷
জাতীয় দলের সাফল্যে বাংলার দুই তারকার অবদানও মনে রাখার মতো।
অলিম্পিক্সের ঠিক আগে আন্তর্জাতিক পর্যায়ে তিরন্দাজিতে ভারতের এই সাফল্যের বেশ গুরুত্ব রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -