Asia Cup 2022, IND vs HKG: দলে ফিরবেন পন্ত, না খেলবেন কার্তিকই? হংকংয়ের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ?
ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে। হংকংয়ের বিরুদ্ধে জয় মানেই সুপার চারে পৌঁছবে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাকিস্তানের বিরুদ্ধে শূন্য রানে আউট হন কেএল রাহুল। চোট সারিয়ে ফেরার পর আসছে না রান। তবে এই ম্যাচে তিনিই রোহিতের সঙ্গে ওপেন করবেন।
বিরাট কোহলির দলে থাকা। পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রানের ইনিংসে পুরনো কোহলির হালকা আভাসও পাওয়া গিয়েছে। এই ম্যাচে তা এগিয়ে নিয়ে যেতে চাইবেন কোহলি।
ভারতীয় বোলিং বিভাগের নেতা ভুবনেশ্বর কুমার। গত ম্যাচে চার উইকেট নিয়ে তৈরি করেছেন ইতিহাস। তিনি দলে থাকবেনই।
গত ম্যাচে ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্সের পর, 'ম্যান অফ দ্য মোমেন্ট' হার্দিক পাণ্ড্য দলে সম্ভবত সবার আগে জায়গা পাবেন।
অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাডেজার স্থান প্রায় তো পাকাই।
ঋষভ পন্তের এই ম্যাচে ফেরার সম্ভাবনা থাকলেও, কিপার না হলেও, অন্তত ব্যাটার হিসাবে দীনেশ কার্তিক দলে থাকবেন।
অর্শদীপ সিংহ আগের ম্যাচেও দুই উইকেট নিয়েছেন। দিন দিন তিনি ভারতীয় বোলিং লাইন আপের অবিচ্ছেদ্য় অঙ্গ হয়ে উঠছেন।
গত ম্যাচটা ভাল যায়নি যুজবেন্দ্র চাহালের। তবে টি-টোয়েন্টিতে লেগ স্পিনের কার্যকারিতা অপরিশীম। তাই চাহাল সম্ভবত এই ম্যাচে খেলবেন।
দলে একমাত্র আবেশ খানের জায়গা পাওয়া নিয়ে কিছুটা সন্দেহ আছে। পাকিস্তানের বিরুদ্ধে এক উইকেট নিলেও, প্রচুর রান দিয়েছেন আবেশ। তাঁর বদলেই সম্ভবত দলে আসতে পারেন পন্ত।
বাজে শট খেলে গত ম্যাচে উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন সূর্যকুমার যাদব। তবে এই দলের তিনি মিডল অর্ডারের স্তম্ভ। সূর্য খেলবেনই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -