Asia Cup: অধিনায়ক হিসেবে কেরিয়ারের দ্বিতীয় এশিয়া কাপ ট্রফি জয়ের হাতছানি রোহিতের সামনে
এশিয়া কাপের ফাইনালে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ২ দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২টো দলই এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত একটি ম্যাচ হেরে ফাইনালে পৌঁছেছে। ভারত হেরেছে বাংলাদেশের বিরুদ্ধে। শ্রীলঙ্কা হেরেছিল টিম ইন্ডিয়ার বিরুদ্ধে।
২০১৮ সালে শেষবার এশিয়া কাপে জয় পেয়েছিল ভারত। রোহিত শর্মার নেতৃত্বেই সেবার জয় পেয়েছিল ভারত। এবারও রোহিতের নেতৃত্বে
পেস বোলিং বিভাগে ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। শামি ও সিরাজও রয়েছেন পেস আক্রমণে।
বিরাট, হার্দিকদের অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে ৬ রানে হারতে হয়েছিল ভারতকে। আজকের ম্য়াচে অবশ্য পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে ভারত।
ওয়ান ডে ফর্ম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৬ ম্যাচ খেলে ৯৭টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। বিশ্বে যে কোনও দলের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে এটাই সর্বাধিক জয়।
এশিয়া কাপের ফাইনালে মোট ৮ বারের সাক্ষাতে সর্বাধিক পাঁচবার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার কি সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে পারবে রোহিত বাহিনী?
বিরাট কোহলির দিকে তাকিয়ে থাকবেন আজ ভারতীয় সমর্থকরা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুুরি করেছিলেন। এদিনও লঙ্কা বাহিনীর বিরুদ্ধে কি জ্বলে উঠবে বিরাটের ব্যাট?
চলতি এশিয়া কাপেই দীর্ঘদিন পরে ২২ গজে ফিরেছিলেন কে এ রাহুল। ফিরেই সেঞ্চুরি করেছেন। আজ মিডল অর্ডারে রাহুলের ওপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট।
ফাইনালে নামার আগেই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন অক্ষর পটেল। তাঁর বদলে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -