Asia Cup History: এশিয়া কাপে টুর্নামেন্টে সেরার খেতাব জিতেছেন এই ক্রিকেটাররা
এশিয়া কাপের প্রথম সংস্করণে ১৯৮৪ সালে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরিন্দার খান্না। তিনি মোট ১০৭ রান করেছিলেন পুরো টুর্নামেন্টে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয়বার এশিয়া কাপের আসর বসেছিল ১৯৮৬ সালে। সেবার মোট ১০৫ রান করে সিরিজ সেরা হয়েছিলেন অর্জুন রণতুঙ্গা।
১৯৮৮ সালের এশিয়া কাপে ভারতের প্রাক্তন ওপেনার নভজ্যোৎ সিংহ সিঁধু টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। তিনি মোট ১৭৭ রান করেছিলেন।
সাত বছর পর ১৯৯৫ সালে ফের বসেছিলেন এশিয়া কাপের আসর। সেবাও টুর্নােমেন্ট সেরা হয়েছিলেন সিঁধু। সেবার ১১৬ রান করেছিলেন।
১৯৯৭ সালের এশিয়া কাপে সর্বাধিক রান ও টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছিলেন অর্জুন রণতুঙ্গা। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ২৭২ রান করেছিলেন মোট।
প্রাক্তন পাক ব্যাটার মহম্মদ ইউসুফ ২০০০ সালের এশিয়া কাপে ২৯৫ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন।
২০০৪ সালের এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা হন প্রাক্তন বাঁহাতি লঙ্কা ওপেনার সনৎ জয়সূর্য। তিনি গোটা টুর্নামেন্টে ২৯৩ রান করেন ও ৪টি উইকেটও নেন।
শ্রীলঙ্কা দলের একসময়ের রহস্যস্পিনার অজন্তা মেন্ডিস ২০০৮ সালের এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। তিনি মোট ১৭ উইকেট নিয়েছিলেন সেবার।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ২০১০ সালে এশিয়া কাপে ২৬৫ রান ঝুলিতে পুরে ও ৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান ২০১২ সালের এশিয়া কাপে ২৩৬ রান ও ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন।
শ্রীলঙ্কার ক্রিকেটার লাহিরু থিরিমানে ২০১৪ এশিয়া কাপে মোট ২৭৯ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন।
তালিকায় সবার শেষে শিখর ধবন রয়েছেন। ২০১৮ শেষ বার এশিয়া কাপের আসরে ৩৪২ রান করে টুর্নামেন্ট সেরা হন গব্বর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -