ATK Mohun Bagan: এসে পড়েছেন পোগবা, জোরকদমে অনুশীলন শুরু এটিকে মোহনবাগানের
১৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে এবারের ভারতীয় ফুটবল মরসুম। সর্বপ্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০ অগাস্ট রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এটিকে মোহনবাগানের মরসুম শুরু। ইস্টবেঙ্গলের বিপক্ষে ডার্বি ২৮ অগাস্ট।
তার আগে জোরকদমে পুরো দস্তুর অনুশীলনে নেমে পড়লেন সবুজ মেরুনের খেলোয়াড়রা।
ক্লাবের সঙ্গে নতুন চুক্তি সই করেছেন প্রীতম কোটাল। তাকে কড়া অনুশীলনে মত্ত থাকতে দেখা যায়।
এছাড়া শুভাশিস বসুর মতো নিয়মিত সবুজ-মেরুন তারকারা তো অনুশীলনে ছিলেনই।
তবে শুধু ভারতীয় নয়, হুগো বৌমাসের মতো বিদেশি তারকারাও একে একে প্রাক মরসুম প্রস্তুতির জন্য কলকাতায় এসে পৌঁছেছেন।
ফিনিশ তারকা, সবুজ মেরুনের মিডফিল্ডের ভরসা জনি কাউকোকেও অনুশীলনে ঘাম ঝড়াতে দেখা গেল।
এ মরসুমে সবুজ মেরুনের সবথেকে চর্চিত নতুন খেলোয়াড় হলেন পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবা। তিনিও শহরে আগেই এসে পৌঁছেছিলেন।
গিনির তারকাও এদিন প্রথমে সমথর্কদের সঙ্গে হাত মেলান, তাদের ছবির আব্দার মেটান, তারপর অনুশীলনে নেমে পড়েন।
কোচ জুয়ান ফেরান্দোকেও হাসিমুখে অনুরাগীদের অটোগ্রাফের চাহিদা মেটাতে দেখা যায়। সবমিলিয়ে বেশ ফুরফুরে মেজাজেই এটিকে মোহনবাগানের প্রাক মরসুমের প্রস্তুতি শুরু হয়েছে, তা বলাই বাহুল্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -