Top 5 T20I Player: কুড়ির বিশ্বকাপে বাজিমাত করতে পারেন ওয়ার পছন্দের এই ৫ প্লেয়ার
প্রাক্তন অজি তারকা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর পছন্দের সেরা পাঁচ প্লেয়ারের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলকেও রেখেছেন। তিনি বলেছেন, ''ম্যাক্সওয়েলের যা ব্যাটিং দক্ষতা ও ৩০ বল খেলে দিলেই ম্যাচ জেতার সম্ভাবনা তৈরি হয়ে যাবে।''
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকলেও, দলে একজন এক্স ফ্যাক্টর ম্যাক্সওয়েল।
এই ফর্ম্যাটে বিশ্বের যে কোনও প্রান্তেই ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে দেখা যায় জস বাটলারকে। তাঁকেও দলে রেখেছেন ওয়া।
ওয়া বলেন, ''আমার মনে হয় যে বাটলার এই মুহূর্তে বিশ্বের নম্বর ওয়ান ব্যাটার। ক্লিন স্ট্রাইকিং ওর দুর্দান্ত ক্ষমতা।''
রশিদ খানকেও নিজের পছন্দের তালিকায় রেখেছেন মার্ক ওয়া। ধারাবাহিক ভাল পারফরম্যান্সের জন্যই আফগান স্পিনারকে দলে রেখেছেন ওয়া।
পাওয়ার প্লে হোক বা মাঝের ওভার নিজের ৪ ওভারের স্পেলে ২-৩ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন রশিদ।
বল হাতে এশিয়া কাপে দেখা যায়নি এই তরুণ পেসারক। কিন্তু শাহিন আফ্রিদিকেও পছন্দের তালিকায় রেখেছেন ওয়া।
ওয়া বলছেন, ''শাহিন বাঁহাতি পেসার, ডানহাতি ব্যাটাররা ওর বল খেলতে সমস্যায় পড়বে। এছাড়াও দ্রুতগতির বোলার শাহিন। তাই বিশ্বকাপে চমক দেখাতে পারে সে।''
টি-টোয়েন্টিতে বোলারদের ক্রমতালিকায় ৪৫ নম্বরে রয়েছেন যশপ্রীত বুমরা।
ওয়া বলছেন, ''বুমরা চোট সারিয়ে ফিরেছে। আমি নিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ও প্রতিপক্ষের কালঘাম ছুটিয়ে দেবে।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -