CFL 2023: কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক মহমেডানের, বড় আর্থিক পুরস্কার ঘোষণা করল ক্লাব
চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তারাই ফেভারিট ছিল। শেষ পর্যন্ত তাই হল। কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়ে গেল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club) ক্লাব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা লিগের (CFL 2023) শুরু থেকেই দাপট দেখিয়েছে মহমেডান স্পোর্টিং। আর সেই দাপট বজায় রেখেই শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে মিনি ডার্বিতে মোহনবাগানকে (Mohun Bagan) ২-০ গোলে হারিয়ে নজির গড়ে ফেললেন আন্দ্রে চের্নিশভের ছেলেরা।
এদিন মহমেডানের দু'টি গোলই হয়েছে বিরতির আগে। গোল দু'টি করেছেন যথাক্রমে লালরেমসাঙ্গা এবং ডেভিড লালানসাঙ্গা।
সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ জিতে লিগ জয় নিশ্চিত করে উৎসবে মেতে উঠল মহমেডান।
মোহনবাগান সুপার সিক্সের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল। সেই ম্যাচে হেরে গেল সবুজ-মেরুন শিবির।
তাদের এমনিতেই লিগ জয়ের সম্ভাবনা ছিলই না। তবে তারা এদিন জিতলে বা ড্র করলে, লাভ হতো ইস্টবেঙ্গলের।
সেক্ষেত্রে লাল-হলুদ ব্রিগেড বাকি ম্যাচ জিতলে, চ্যাম্পিয়ন হতে পারত। কিন্তু মোহনবাগান হেরে যাওয়ায় ইস্টবেঙ্গলের লিগ জয়ের আশা শেষ হয়ে গেল।
১৯৩৪ থেকে ১৯৩৮। টানা ৫ বছর কলকাতা লিগ জিতেছিল মহমেডান স্পোর্টিং। এরপর লিগ জিতলেও, জয়ের হ্যাটট্রিক হয়নি।
৮৫ বছর পর আবার কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করে ফেলল মহমেডান স্পোর্টিং। সুপার সিক্সের ম্যাচে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগ ঘরে তুলল সাদা-কালো শিবির।
দল চ্যাম্পিয়ন হতেই ফুটবলারদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করল মহমেডান ক্লাব। ঘোষণা করা হল, চ্যাম্পিয়ন দলকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে ক্লাবের তরফে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -