Sourav Ganguly: ১৬ বছর আগে ক্রিকেট ছেড়েছেন, সৌরভের এই আটটি রেকর্ড হয়ত কোনওদিনই ভাঙবে না
আইসিসি ইভেন্টে মোট ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌরভ। এখনও পর্যন্ত যা সর্বাধিক। ১টি কপিল দেব ও ১টি রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯৯ সালে টনটনে বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ। যা টুর্নামেন্টে কোনও ভারতীয়র হাঁকানো ব্যক্তিগত সর্বোচ্চ রান
বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে টানা চারটি ম্য়াচের সেরার পুরস্কার জিতেছিলেন। ১৯৯৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ২০০০ সালে কিউয়িদের বিরুদ্ধে ১১৭ রান করেছিলেন সৌরভ। যা টুর্নামেন্টের ফাইনালের ইতিহাসে কোনও ব্যাটারের করা ব্যক্তিগত সর্বোচ্চ।
আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ গড়েছিলেন সৌরভ ও দ্রাবিড় জুটি। ৩১৮ রান করেছিলেন তাঁরা দুজনে মিলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টনটনে।
ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সৌরভ ও সচিন জুটি ১৭৬ ইনিংসে ৮২২৭ রান করেছিলেন। যা এই ফর্ম্য়াটে সর্বাধিক রানের পার্টনারশিপ।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বাধিক ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌরভ। তাঁর থেকে বেশি শতরান টুর্নামেন্টে আর কারও নেই।
২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৯ রান করেছিলেন সৌরভ। টেস্টে যা মহারাজের ব্যক্তিগত সর্বাচ্চ রানের ইনিংস। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টেস্টে এক ইনিংসে এর থেকে বেশি রান কোনও বাঁহাতি ব্যাটারের ঝুলিতে নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -