এক্সপ্লোর
IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
IND vs AUS ODI Series: চার নম্বর স্লটে ব্যাটিং করতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। ওয়ান ডে ফর্ম্য়াটে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ডানহাতি ব্যাটারই সর্বাধিক রানের মালিক ছিলেন।
গিল-রোহিত ওপেনিংয়ে নামবেন
1/10

প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া সম্ভাব্য ভারতীয় একাদশ বেছে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজ দুর্দান্ত পারফর্ম করেছিলেন কুলদীপ যাদব। একমাত্র স্পিনার হিসেবে প্রথম একাদশে সুযোগ মিলতে পারে কুলদীপের।
2/10

গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার হর্ষিত রানা। তাই রানাকে একাদশে রেখেছেন গম্ভীরও। তিনি পেসার হিসেবে সুযোগ পেতে পারেন।
3/10

জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে মহম্মদ সিরাজের ওপর দায়িত্ব থাকবে। পেস বোলিং বিভাগকে তিনিই নেতৃত্ব দেবেন।
4/10

স্পিনার অলরাউন্ডার হিসেবে অক্ষর পটেলকে দেখা যাবে। বড় দলের বিরুদ্ধে লোয়ার অর্ডারে ব্যাট হতেও কার্যকরী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে অক্ষরকে।
5/10

চোটের জন্য হার্দিক পাণ্ড্যকে ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে না। তাঁর পরিবর্তে পেসার অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডিকে দেখা যাবে। অস্ট্রেলিয়ার পরিবেশে নীতীশ বড় ভূমিকা নিতে পারেন।
6/10

উইকেট কিপার ব্যাটার হিসেবে কে এল রাহুলের জায়গা পাকা। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপেও উইকেটের পেছনে রাহুলই দায়িত্ব সামলেছিলেন।
7/10

চার নম্বর স্লটে ব্যাটিং করতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। ওয়ান ডে ফর্ম্য়াটে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ডানহাতি ব্যাটারই সর্বাধিক রানের মালিক ছিলেন।
8/10

বিরাট কোহলিকে দেখা যাবে তিন নম্বর পজিশনে। এই পজিশনেই কেরিয়ারের বেশিরভাগ সময়টা খেলেছেন। সাদা বলের ফর্ম্য়াটে ফের জাতীয় দলে আসন্ন সিরিজে রাজ করতে দেখা যাবে বিরাটকে।
9/10

ওপেনিংয়ে শুভমন গিল থাকছেন। তিনিই এবার দলের নেতৃত্বে। প্রথমবার ওয়ান ডে ফর্ম্য়াটেও দেশের অধিনায়ক হয়েছেন পূর্ণাঙ্গ সময়ের জন্য।
10/10

ওয়ান ডে ফর্ম্য়াটে নেতৃত্ব হারানোর পর রোহিত শর্মার প্রথম সিরিজ। তিনি যে এখনও ফুরিয়ে যাননি, সেই প্রমাণ করার তাগিদ থাকবে রোহিতের মধ্যে। ওপেনিংয়ে গিলের সঙ্গে নামবেন হিটম্য়ান।
Published at : 16 Oct 2025 02:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















