এক্সপ্লোর
Ahmedabad Plane Crash: বিমানে চড়তে ভয় পেতেন ভারতের এই ক্রিকেটার, কলকাতায় যাতায়াত করতেন রাজধানী এক্সপ্রেসে!
Mansoor Ali Khan Pataudi: বিমানে চড়তে ভয় পেতেন বলে তিনি সব সময় কলকাতায় যাওয়া আসা করতেন রাজধানী এক্সপ্রেসে করে।
ভারতের প্রাক্তন অধিনায়কের অজানা কাহিনি। - পিটিআই ও আইএএনএস
1/10

আমদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় কেঁপে গিয়েছে গোটা বিশ্ব। বিমানের ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনই প্রাণ হারিয়েছেন।
2/10

একজন যাত্রী কিছুটা অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন। এছাড়া বিমানটি লোকালয়ে আছড়ে পড়ায় মৃত্যু হয়েছে বহু মানুষের।
3/10

উড়ানের ২৭ সেকেন্ডেই কীভাবে দুর্ঘটনা? আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ধ্বংসে এখনও রহস্য। চিকিৎসকদের যে হস্টেলে বিমানটি আছড়ে পড়েছিল, সেই হস্টেলের ছাদে মিলল ব্ল্যাক বক্স।
4/10

কীভাবে স্বপ্নের উড়ানের ভয়ঙ্কর পরিণতি? নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সরকার? তদন্তে এনআইএ, এনএসজি, গুজরাত এটিএস। এলেন ব্রিটিশ বিশেষজ্ঞরাও।
5/10

ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলট, যাত্রী, জুনিয়র ডাক্তার-সহ ২৬৫জনের মৃত্যু।এখনও অনেকে নিখোঁজ। ঝলসানো দেহে প্রিয়জনের খোঁজে শুধুই অপেক্ষা।
6/10

আর এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে ভারতের এক ক্রিকেটারের আজব কাহিনি। তিনি নাকি বিমানে চড়তে এমনই ভয় পেতেন যে, গোটা দেশে ভ্রমণ করতেন ট্রেনে।
7/10

তিনি, মনসুর আলি খান পটৌডি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
8/10

বিমানে চড়তে ভয় পেতেন বলে তিনি সব সময় কলকাতায় যাওয়া আসা করতেন রাজধানী এক্সপ্রেসে করে।
9/10

কিন্তু বিদেশ সফরের সময়ে তাঁকে বিমানে চড়তেই হতো। কীভাবে ভয় কাটিয়ে উঠতেন সেক্ষেত্রে? শোনা যায়, বিমানবন্দরের লাউঞ্জে মদ্যপান করতেন টাইগার পটৌডি। যাতে বিমানে উঠেই ঘুমিয়ে পড়া যায়। তাতে ভয় টের পাওয়ার আগেই বিমান সফরের অনেকটা কেটে যায়।
10/10

শোনা যায়, বিরাট কোহলিও বিমানে চড়তে ভয় পান। তিনি টেক অফের সময় আসন আঁকড়ে বসে থাকেন, এমনও শোনা যায়। ছবি - পিটিআই ও আইএএনএস
Published at : 13 Jun 2025 11:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















