এক্সপ্লোর
Virat And Anushka: কেরিয়ারের মধ্য়গগনে থাকাকালিনই কেন বিরাটকে বিয়ে করেছিলেন? ফাঁস করলেন অনুষ্কা
Virat And Anushka Update: ২০১৭ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা দম্পতি। ২০২১ সালে বিরুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। ২০২৪ সালে ছেলে অকায়ের জন্ম হয়।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
1/9

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেটের পাওয়ার কাপল তাঁরা। দেশের যুবসমাজের কাছে ভালবাসার প্রতীকও।
2/9

২০১৭ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা দম্পতি। ২০২১ সালে বিরুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। ২০২৪ সালে ছেলে অকায়ের জন্ম হয়।
3/9

স্বামীর পাশে সবসময় থাকেন অনুষ্কা। খেলার মাঠে সারাক্ষণ চিয়ার আপ করতে দেখা যায় তাঁকে। এবারের আইপিএলে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে বিরাটের সঙ্গে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকেও।
4/9

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন যে কেন তিনি কেরিয়ারের মধ্যগগনে থাকাকালিন বিয়ে করেছিলেন বিরাটকে? কেন এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন?
5/9

অনুষ্কা যখন বিরাটকে বিয়ে করেন তখন তাঁর বয়স ২৯ বছর। এই সময়ে বলিউড অভিনেত্রীদের সচরাচর বিয়ে করতে দেখা যায় না। কিন্তু অনুষ্কা সবার নাক সিঁটকানোকে উপেক্ষা করেই বিয়ে করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ককে।
6/9

এক সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, ''আমি জানি যখন কেরিয়ারের সেরা সময়ে ছিলাম। তখনই আমি বিয়ে করে নিয়েছিলাম। কারণ আমি ভালবেসেছিলাম বিরাটকে। আর এখনও ওঁকে অসম্ভব ভালবাসি।''
7/9

অনুষ্কা আরও বলেন, ''আমাদের দর্শকরা আমাদের শুধুমাত্র সিলভার স্ক্রিনেই দেখতে পছন্দ করেন। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কারও মাথাব্যথা নেই। তাই কে বিবাহিত, কে অবিবাহিত তা নিয়ে কেউ অত ভাবে না।''
8/9

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা প্রথম মুখোমুখি হয়েছিলেন এক বিজ্ঞাপণের শ্যুটিংয়ে। সেখানে অবশ্য বিরাটকে দেখে খুব একটা পছন্দ হয়নি বলি সুন্দরীর। পরে অবশ্য তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়।
9/9

বিরাট কোহলির জীবনও অনুষ্কা তাঁর জীবনে আসার পর অনেক বদলে গিয়েছে। আগে যেমন আগ্রাসী ছিলেন, অল্পেতেই মেজাজ গরম হত তাঁর, এখন তা অনেক বদলে গিয়েছে।
Published at : 14 Jun 2025 06:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















