Babar Azam: কোহলি-ওয়ার্নারকে আগেই পেরিয়েছিলেন, গেলের রেকর্ড ভেঙে নতুন কীর্তি বাবর আজমের
টি-২০ ক্রিকেটে নতুন মাইলফলক তৈরি করলেন বাবর আজম। আন্তর্জাতিক ও ঘরোয়া, সব ধরনের টি-২০ মিলিয়ে সবচেয়ে দ্রুত ১১ হাজার রান পূর্ণ করলেন পাকিস্তানের তারকা ব্যাটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ক্রিস গেলের রেকর্ডও ভেঙে দিলেন বাবর।
সব ধরনের টি-২০ মিলিয়ে ৩১৪ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন গেল। সেটাই এতদিন ছিল দ্রুততম।
গেলের সেই রেকর্ড ভেঙে নতুন কীর্তি বাবরের।
ডেভিড ওয়ার্নারের ৩৩০ ও বিরাট কোহলির ৩৩৭ টি-২০ ইনিংসে ১১ হাজার রান করার নজির রয়েছে।
শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০ বলে ৩১ রান করেন বাবর।
ডারবানের কিংসমিডে প্রথম টি-২০ ম্যাচে শূন্য করে াউট হয়েছিলেন বাবর। সেই আক্ষের মিটিয়ে নিলেন দ্বিতীয় ম্যাচে।
গেলের রেকর্ড ভাঙার দিন আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান সম্পূর্ণ করলেন বাবর।
পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৫ হাজার রান হল বাবরের।
সব ধরনের টি-২০ মিলিয়ে ১৪৫৬২ রান রয়েছে গেলের। ১৮৯৯ রান রয়েছে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে। - পিটিআই ও গেটি ইমেজেস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -