এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Dona Ganguly: ফের ডোনার সমাজমাধ্যমে দুষ্কৃতীহানা! পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ-ঘরনি
Sourav Ganguly and Dona Ganguly: বারবার এমন কেন ঘটছে, তা নিয়ে উৎকণ্ঠায় সৌরভ-ঘরনি ডোনা গঙ্গোপাধ্যায়। আপাতত পুলিশি পদক্ষেপের অপেক্ষায়।
ডোনার ফেসবুক হ্যাকড। - ফেসবুক
1/10

বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারে ফের দুশ্চিন্তার কালো মেঘ। যা নিয়ে পুলিশের দ্বারস্থ হতে হল।
2/10

সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করল দুষ্কৃতীরা।
3/10

এ নিয়ে এক বছরের মধ্যে তিন-তিনবার ডোনার সমাজমাধ্যমে দুষ্কৃতীদের হানা। গোটা ঘটনায় বিরক্ত, ক্ষুব্ধ ডোনা।
4/10

ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক করে তাতে আরবি শব্দে ডোনার নাম লেখা হয়। গোটা ঘটনা জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন নৃত্যশিল্পী।
5/10

এবিপি আনন্দকে ডোনা জানালেন, আইনি পদক্ষেপও করেছেন তাঁরা।
6/10

ডোনা বললেন, 'কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ফিরে পাব।'
7/10

ডোনা আরও বললেন, 'এ নিয়ে তিনবার আমার ফেসবুক হ্যাক করা হল। কেন যে আমাকে নিশানা করা হচ্ছে বুঝছি না।'
8/10

ডোনার কথায়, 'আমি শুধুমাত্র নাচ ও সেই সংক্রান্ত ভিডিও বা ছবি ছাড়া কিছুই সেভাবে পোস্ট করি না। বারবার বিব্রত হতে হচ্ছে।'
9/10

এর আগেও ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছিল। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অপ্রীতিকর পোস্টও করা হয়।
10/10

বারবার এমন কেন ঘটছে, তা নিয়ে উৎকণ্ঠায় সৌরভ-ঘরনি। আপাতত পুলিশি পদক্ষেপের অপেক্ষায়। ছবি - ডোনা গঙ্গোপাধ্যায়
Published at : 27 Jan 2025 06:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























