The Ashes: সমর্থকদের স্মৃতিতে তাজা অ্যাশেজ ইতিহাসের সবথেকে উল্লেখযোগ্য এই ১০ মুহূর্ত
তাঁকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসাবে গণ্য করেন অনেকেই। অ্যাশেজের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। এই ডনই ১৯৩০ সালে ব্য়াট হাতে ঝড় তুলে এক দিনে একাই অপরাজিত ৩০৯ রান করেছিলেন। এই রেকর্ড আজও অক্ষত রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্যাশেজের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের মধ্যে অন্য়তম হল বডিলাইন সিরিজ। ১৯৩২-৩৩ সালে ডনের দাপট থেকে বাঁচতে ইংল্য়ান্ড বোলাররা অজিদের গা লক্ষ্য করে বোলিং করেন। আশা ছিল তাঁরা শট খেলার বদলে নিজেদের বাঁচাতে গিয়েই আউট হবেন। এই পরিকল্পনা পরবর্তীতে প্রবল সমালোচনার সম্মুখীন হয়।
নিজের শেষ ম্যাচে মাত্র চার রান করলেই ব্র্যাডম্যান ১০০ গড় নিয়ে কেরিয়ার শেষ করতেন। কিন্তু তিনি শূন্য রানে আউট হন। ব্র্যাডম্যান ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান করে কেরিয়ার শেষ করেন।
১৯৫৬ সালের অ্যাশেজে এক ম্যাচে ২০টির মধ্যে ১৯টি উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের জিম লেকার। তিনিই প্রথম ক্রিকেটার হিসাবে এক ইনিংসে ১০ উইকেট নেন।
১৯৮১ সালের অ্যাশেজ বোথাম অ্যাশেজ নামেই বিখ্যাত। সিরিজের প্রথম ম্যাচে হার ও দ্বিতীয় ম্য়াচ ড্রয়ের পর তৃতীয় ম্যাচে সিরিজে এক নায়কের সন্ধানে ছিল ইংল্যান্ড। বোথাম ১৪৮ বলে ১৪৯ রানের ইনিংসে সেই নায়ক হয়ে উঠেন। শেষমেশ ওই ম্য়াচে ১৩০ রান তাড়া করতে গিয়ে ১১১ রানেই শেষ হয়ে যান অজিরা।
শেন ওয়ার্নের শতাব্দীর সেরা বলের কথা কেই বা ভুলতে পারবে। ওয়ার্নের করা বল লেগ স্টাম্পের বাইরে পড়ে মাইক গ্য়াটিংয়ের অফস্টাম্প উড়িয়ে দিয়েছিল। ওই বলটিকেই গত শতকের সেরা বলের তকমা দেওয়া হয়েছিল।
২০০৫ সালের অ্যাশেজ সিরিজকে অনেকেই সর্বকালের সেরা অ্যাশেজ সিরিজ বলে মনে করেন। ওই সিরিজের দ্বিতীয় টেস্ট মাত্র দুই রানে পরাজিত হয় অস্ট্রেলিয়া। ম্যাচের পর ব্রেট লিকে সহানুভূতি জানানো অ্যান্ড্রু ফ্লিন্টফের ছবি ঘটনাটিকে অমর করে রেখেছে।
২০০৭ সালের অ্যাশেজেই শেন ওয়ার্ন অ্যান্ড্রু স্ট্রসকে আউট করে প্রথম বোলার হিসাবে টেস্টে ৭০০টি উইকেট নেন। এই সিরিজ শেষেই ওয়ার্ন ক্রিকেটকে বিদায় জানান।
২০০৭ সিরিজে ইংল্য়ান্ড অজিভূমে ৫-০ সিরিজ হেরেছিল। কিন্তু চার বছর পর অজিভূমেই ৩-১ ব্যবধানে এক স্মরণীয় সিরিজ জেতেন স্ট্রসরা। ২৪ পর অজিভূমে এটাই ইংল্য়ান্ডের প্রথম সিরিজ জয় ছিল।
অস্ট্রেলিয়ার শেষ ইংল্যান্ড সফরে বেন স্টোকস হেডিংলিতে টেস্ট ক্রিকেটের এক সর্বকালের সেরা ইনিংস খেলেন। শেষ উইকেটে জ্যাক লিচকে সঙ্গে নিয়ে স্টোকস ৭৬ রান যোগ করেন। লিচ মাত্র এক রান করেন। স্টোকস ১৩৫ রানে অপরাজিত থাকেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -