Women's T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর কাড়তে তৈরি এই ব্যাটাররা
বিশ্বকাপে ভারতের ভাল পারফরম্যান্স অনেকটাই নির্ভর করবে স্মৃতি মান্ধানার উপর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই শতাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন মান্ধানা। শেফালি ও তাঁর ওপেনিং পার্টনারশিপের ওপর ভারতের সাফল্যের নির্ভরশীল।
নিউজিল্যান্ডে তারকা ব্যাটার সোফি ডিভাইনের বড় শট মারার ক্ষমতা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না।
২০২০ সালের বিশ্বকাপে ডিভাইন চার ম্যাচে ১৩২ রান করেছিলেন। একটি অর্ধশতরান ছিল তাঁর দখলে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা বেথ মুনি। ১২৫.৩০-র স্ট্রাইক রেটে মুনি টি-টোয়েন্টিতে মোট ২১৪৪ রান করেছেন।
গত বারের বিশ্বকাপে মুনি সর্বাধিক রান করেছিলেন। ছয় ম্যাচে তিনটি অর্ধশতরানসহ তাঁর মোট সংগ্রহ ছিল ২৫৯ রান।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বজয়ী দলের অংশ ছিলেন হেইলি ম্যাথিউজ। তাঁর দখলে বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
বিশ্বকাপে দুই অর্ধশতরানসহ মোট ২৬১ রান করেছেন ম্যাথিউজ। তাঁর ব্যাটের দিকে তাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল।
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে অ্যালিসা হিলিকে গণ্য করা হয়। অতীতে বিশ্বজয়ের কৃতিত্ব, অভিজ্ঞতা, সবই রয়েছে হিলির
অতীতে বিশ্বজয়ের কৃতিত্ব, অভিজ্ঞতা, সবই রয়েছে হিলির দখলে। তাঁর ওপর কিন্তু আসন্ন বিশ্বকাপে অনেকের নজর থাকবেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -