Border-Gavaskar Trophy: দাপট দেখিয়েছেন স্পিনাররা, কোন তারকা বর্ডার-গাওস্কর ট্রফিতে সর্বাধিক উইকেট নিলেন?
ভারতের উইকেট মানেই স্পিন সহায়ক পরিস্থিতি, স্পিনারদের দাপট। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের একবার মহম্মদ শামি নিজেকে প্রমাণ করলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিরিজের পঞ্চম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক শামি ২৮.২২ গড়ে ৯ উইকেট নিয়েছেন।
এই টেস্ট সিরিজেই নিজের অভিষেক ঘটিয়েছেন টড মার্ফি। প্রথম সিরিজেওই বল হাতে প্রভাবিতও করেছেন তিনি।
২২ বছর বয়সি তরুণ অফস্পিনার ২৫.২১ গড়ে সিরিজে মোট ১৪টি উইকেট নিয়েছেন।
নাথান লায়ন এই সিরিজেই কুম্বলের রেকর্ড ভেঙে বর্ডার-গাওস্কর ট্রফির সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন।
তাঁর বোলিংয়েই তৃতীয় টেস্ট জেতে অস্ট্রেলিয়া। এই সিরিজে তিনি মোট ২২টি উইকেট নেন।
সাম্প্রতিক সময়ে ঘরের মাটিতে ভারতের দাপটের অন্যতম বড় কারণ অশ্বিন-জাডেজার স্পিন জুটি।
এই সিরিজেও দুই তারকা স্পিনার ফের একবার ভারতের হয়ে জ্বলে উঠেন।
পাঁচ মাস পরে মাঠে ফিরে জাডেজা সিরিজে ১৮.৮৬ গড়ে মোট ২২ উইকেট নেন। প্রথম দুই টেস্টের সেরাও নির্বাচিত হন তিনি।
জাডেজার সঙ্গী অশ্বিন ১৭.২৮ গড়ে সিরিজের সর্বাধিক ২৫ উইকেট নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -