IND vs AUS 4th Test: বিরাটের সেঞ্চুরি, অক্ষরের দুরন্ত ইনিংসে চতুর্থ দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতে
চতুর্থ দিনের শুরুটা ভারতীয় দল একেবারেই ভালভাবে করতে পারেনি। চতুর্থ দিনের শুরুতে মাত্র ২০ রান যোগ করার পরেই রবীন্দ্র জাডেজা সাজঘরে ফেরেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাডেজা আউট হলেও শ্রীকর ভরত ও বিরাট কোহলি ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান। ভরত মধ্যাহ্নভোজের পর থেকে আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। তিনি নিজের কেরিয়ারের সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন।
অবশেষে ১০২৫ দিনের খরা কাটিয়ে টেস্ট কেরিয়ারের ২৮তম শতরান হাঁকান বিরাট কোহলি।
শ্রীকর ভরতের পর অক্ষর পটেল বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধেন। কোহলি-অক্ষর পার্টনারশিপেই ভারত অস্ট্রেলিয়ার রান টপকে যান।
গোটা সিরিজেই ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন অক্ষর। এই ম্যাচেও ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠেন তিনি। সিরিজের তৃতীয় অর্ধশতরান হাঁকান তিনি। বিরাট ও অক্ষর ষষ্ঠ উইকেটে ১৬২ রান যোগ করেন।
শতরান হাঁকিয়েই কিন্তু থামেননি বিরাট। ১৫০ রানের গণ্ডিও পার করেন তিনি।
আমদাবাদের প্রখর গরমে শুধু বিরাটের ব্যাটিং দক্ষতার নয়, ফিটনেসেরও পরীক্ষা নেয়।
শেষমেশ ১৮৬ রানে আউঠট হন বিরাট কোহলি। এটিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের সর্বোচ্চ রান।
ভারতের ইনিংস ৫৭১ রানে শেষ হয়। ক্যামেরন গ্রিন ও টড মার্ফি অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩ রান। ভারত ৮৮ রানে এগিয়ে।
পিঠের চোটে ভোগার কারণে ইনিংসে শ্রেয়স আইয়ার ব্যাটই করতে নামেননি। ভারতীয় ম্যানেজমেন্টের তরফে তাঁকে স্ক্যান করতে পাঠানোর কথা জানানো হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -