এক্সপ্লোর
Cricketer Famous Shot: বিরাট থেকে লারা, মাঠে অভিনব শট দিয়েই চেনা যায় এই ১০ ক্রিকেটারকে
Cricketer And Their Unique Shot: মাঠের চারধার ধরে শট মারার জন্য প্রাক্তন প্রোটিয়া তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্সকে মিস্টার ৩৬০ ডিগ্রি বলা হয়। বর্তমান সময়ে সূর্যকুমার যাদবকে দেখা যায় এই শট খেলতে।
লেট কাট খেলায় সিদ্ধহস্ত ছিলেন ব্রায়ান লারা
1/10

দিলস্কুপ। এই নামটি শুনলেই একজনের কথাই মাথায় আসে প্রথম। শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার তিলকরত্নে দিলশান। বিশ্ব ক্রিকেট তিনিই প্রথম এই শটটি ব্যবহার করেছিলেন।
2/10

মাঠের চারধার ধরে শট মারার জন্য প্রাক্তন প্রোটিয়া তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্সকে মিস্টার ৩৬০ ডিগ্রি নামে সম্বোধন করা হয়। বর্তমান সময়ে সূর্যকুমার যাদবকে দেখা যায় এই ধরণের শট খেলতে।
3/10

কেভিন পিটারসন। ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। স্টাইলিস্ট ক্রিকেটার।
4/10

কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটার ব্রায়ান লারা নব্বই ও দু হাজারের দশকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার ছিলেন। তাঁর লেট কাট ছিল দর্শনীয়।
5/10

হেলিকপ্টার শট মানেই মহেন্দ্র সিংহ ধোনি। গলি ক্রিকেট থেকেই এই শট আয়ত্ত্ব করেছিলেন মাহি। এরপর নিজের ক্রিকেট কেরিয়ারে অজস্রবার হেলিকপ্টার শটে বল গ্যালারিতে ফেলেছেন এমএসডি।
6/10

ক্রিজ ছেড়ে মিড অফের ওপর দিয়ে শট মেরে বল বাউন্ডারি পার করাতে ওস্তাদ ছিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ব্যাটার সুরেশ রায়না।
7/10

স্ট্রেট ড্রাইভ। ক্রিকেটের এই শটটি আরও অনেককেই খেলতে দেখা যায়। কিন্তু সচিনের থেকে ভাল এই শট বোধহয় আর কেউ হাঁকান না।
8/10

পুল শট মারায় নিজের দক্ষতার পরিচয় বছরের পর বছর দিয়ে এসেছেন রোহিত শর্মা।
9/10

প্রাক্তন ভারত অধিনায়ক ও আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলির হাতে কভার ড্রাইভ বিশ্ব ক্রিকেটের অন্য়তম দর্শনীয় শট।
10/10

এই তালিকায় আরও এক ভারতীয়। তিনি বীরেন্দ্র সহবাগ। আর সহবাগ মানেই আপার কাটের কথা বলতেই হয়। এই শটেই শোয়েব, স্টেনের মত বোলারকেও রেয়াত করেননি তিনি।
Published at : 06 Jul 2025 06:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























