IND vs AUS 1st Test: আরও একদিন আবারও একাধিক রেকর্ড, পারথে শনিবার একাধিক নজির বুমরা, রাহুল, যশস্বীদের
পারথে প্রথম দিনে যেখানে ১৭টি উইকেট পড়ছিল, সেখানে দ্বিতীয় দিনে পড়ল মাত্র তিন উইকেট। তৈরি হল একাধিক ইতিহাসও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় দিনের খেলাশেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭২ রান। ২১৮ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের রাশ সম্পূর্ণভাবেই যে ভারতের হাতে, তা বলাই বাহুল্য।
এদিন নিজেদের অসাধারণ ব্যাটিংয়ে সকলকেই মুগ্ধ করেছেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। রাহুল ও যশস্বীই ২০ বছরে প্রথম ভারতীয় ওপেনিং জুটি হিসাবে অস্ট্রেলিয়ায় শতাধিক রানের পার্টনারশিপ গড়েন।
রাহুল SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশে এই শতকে এই নিয়ে তৃতীয়বার শতরানের ওপেনিং পার্টনারশিপের অংশ হলেন। বীরেন্দ্র সহবাগের সঙ্গে এটাই ভারতীয়দের মধ্যে যুগ্মভাবে সর্বোচ্চ।
অপরদিকে, রাহুলের ৬২ রানের পাশাপাশি ৯০ রানের ইনিংসে নজর কাড়েন যশস্বী জয়সওয়াল। এই ইনিংসেই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন যশস্বী।
এখনও পর্যন্ত এই ইনিংসে দুইটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই বছরে মোট টেস্টে মোট ৩৪টি ছক্কা হাঁকিয়ে ফেললেন তরুণ ভারতীয় ওপেনার। ব্র্যান্ডন ম্যাকালমের এক বছরে টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন যশস্বী।
তবে দিনের শুরুটা হয়েছিল যশপ্রীত বুমরার হাত ধরে। নিজের প্রথম বলেই এদিন অ্যালেক্স ক্যারিকে সাজঘরে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন ভারতীয় অধিনায়ক।
কেরিয়ারে এই নিয়ে ১১ নম্বর বার পাঁচ উইকেট নিলেন বুমরা। সেনা দেশে এটি সপ্তম, যা ভারতীয় হিসাবে কপিল দেবের সঙ্গে যুগ্মভাবে সর্বকালের সর্বোচ্চ। ছবি: আইসিসি/ বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -