IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের আগে জোরকদমে প্রস্তুতি শুরু করল দুই দল
৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের আগে নাগপুরেই অনুশীলন সারছে ভারত, বেঙ্গালুরুতে অনুশীলনে মগ্ন অজিরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগেই ফিটনেস টেস্ট পাশ করেছিলেন রবীন্দ্র জাডেজা। শুক্রবার ভারতীয় অনুশীলনে তাঁকে ব্যাট করতেও দেখা গেল।
অনুশীলনে উপস্থিত ছিলেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরাও।
বিরাট, রোহিতরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেললেও টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। তবে অজিদের বিরুদ্ধে টেস্ট দলে উভয়েই জায়গা পেয়েছেন।
সদ্যই অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন কেএল রাহুল। তিনিও বিয়ের পর্ব সেরে ভারতীয় দলের অনুশীলনে ফিরলেন।
তবে শুভমন গিল বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন। তাই কেএল রাহুল না গিল, কে রোহিতের সঙ্গে ওপেন করবেন, সেই বিষয়ে টিম ম্যানেজমেন্টকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
নাগপুরে ভারতীয় দলের অনুশীলনে বল হাতে দেখা গেল জয়দেব উনাদকাটকেও। বাংলাদেশের বিরুদ্ধে তিনি বেশ প্রভাবিত করেছিলেন।
মহম্মদ সিরাজের প্রথম টেস্ট খেলা প্রায় পাকা। সিরাজের সঙ্গে দ্বিতীয় ফাস্ট বোলার হিসাবে উনাদকাট সুযোগ পান কি না, সেটাই দেখার।
সিরিজের আগে অনুশীলনে রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে প্রস্তুতি সারার জন্য মাহেশ পিথিয়া নামক এক বোলারকে ডেকেছে অজি দল। তাঁর বিরুদ্ধেই চলল অনুশীলন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -