IND vs AUS: সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার সুযোগ, অজ়িভূমেই সচিনকে পিছনে ফেলতে পারেন বিরাট
Virat Kohli: সাত মাস পরে অস্ট্রেলিয়া সফরেই আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন বিরাট কোহলি।
Continues below advertisement
অজ়িভূমেই ইতিহাস গড়তে পারেন কোহলি
Continues below advertisement
1/9
সপ্তাহান্তে অজ়িভূমে ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথ। এই ওয়ান ডে সিরিজ়ের দিকে কিন্তু সকলেরই নজর রয়েছে। কারণ অবশ্যই সাত মাস পরে জাতীয় দলে রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তন।
2/9
দুই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন কোহলি। তাঁর ২০২৭ সালের বিশ্বকাপ খেলা নিয়েও প্রশ্নচিহ্ন। এমন পরিস্থিতিতে অজ়ি সিরিজ়ে নিঃসন্দেহেই রান করার বাড়তি তাগিদ নিয়েই মাঠে নামবেন বিরাট কোহলি।
3/9
ইতিমধ্যেই সিরিজ়ের আগে কোহলি কিন্তু অজ়িভূমে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন।
4/9
এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়েই কিন্তু একাধিক মাইলফলক গড়ার হাতছানি রয়েছে কোহলির সামনে।
5/9
কোহলির দখলে বর্তমানে ৩০২টি ওয়ান ডে ম্যাচে ১৪,১৮১ রান করার কৃতিত্ব রয়েছে। তিন ম্যাচের সিরিজ়ে তিনি আর মাত্র ৫৪ রান করলেই কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে কোহলি ওয়ান ডের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন।
Continues below advertisement
6/9
কোহলি কিন্তু সচিন তেন্ডুলকরকেও পিছনে ফেলে দিতে পারেন। সচিনের ওয়ান ডে রানের রেকর্ড থেকে কোহলি বেশ খানিকটা পিছিয়ে।
7/9
তবে ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলিয়ে, অর্থাৎ সীমিত ওভারের ক্রিকেটে সচিনের রানের সংখ্যা থেকে কোহলি মাত্র ৬৭ রান পিছিয়ে। তাই কোহলির পক্ষে সেই রানের গণ্ডি টপকে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
8/9
অজ়িভূমে কোহলির ব্যাটে সেঞ্চুরি আসলেই সচিনের আরেক রেকর্ড ভেঙে ভেলবেন তিনি। এখন কোহলি (ওয়ান ডে) ও সচিন (টেস্ট), উভয়েই যথাক্রমে এক ফর্ম্যাটে সর্বাধিক ৫১টি শতরান হাঁকিয়েছেন। অজ়িভূমে সেঞ্চুরি হাঁকালেই কোহলি একচ্ছত্রভাবে এই রেকর্ডের মালিক হয়ে যাবেন।
9/9
এই শতরান করলে তিনি কিন্তু এশিয়ান ক্রিকেটার হিসাবে বিদেশের মাটিতে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারও হয়ে যাবেন। এক্ষেত্রেও তিনি সচিনকে পিছনে ফেলবেন।
Published at : 19 Oct 2025 12:47 AM (IST)