IND vs NZ: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আহত হার্দিকের বদলি হিসাবে সুযোগ পেতে পারেন এই ভারতীয় তারকারা
চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে ভারতীয় দল। নাগাড়ে চারটি ম্যাচ জিতেছে ভারত। বিজয়রথ অব্যাহত রাখতে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচে খেলতে পারবেন না হার্দিক পাণ্ড্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলাদেশ ম্যাচে নিজের প্রথম ওভার বল করার সময়ই চোট পান হার্দিক। তিনি সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন।
চোটের কারণে আর ম্যাচে মাঠেই নামতে পারেননি হার্দিক। এই চোটের কারণেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার।
বিসিসিআইয়ের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে হার্দিক দলের সঙ্গে ধর্মশালাও যাননি। পরবর্তে তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে।
হার্দিকের না থাকাটা নিঃসন্দেহে ভারতের জন্য বড় ধাক্কা। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলে কে সুযোগ পাবেন? কোচ রাহুল দ্রাবিড়ের দাবি অনুযায়ী দলের কাছে তিন, চার ধরনের বিকল্প রয়েছে।
চতুর্থ ফাস্ট বোলার হিসাবে খেলা হার্দিকের পরিবর্তে ভারতীয় দল তিনটি ফাস্ট বোলার বা তিনজন স্পিন বোলারের সঙ্গে মাঠে নামতে পারেন বলেই আভাস দেন দ্রাবিড়। সেক্ষেত্রে মহম্মদ শামি বিকল্প হতে পারেন বলে মনে করেন ভারতীয় দলের প্রধান কোচ।
আর অশ্বিনকেও খেলানো হতে পারে দ্রাবিড়়ে পূর্বাভাস দিয়ে রেখেছেন।
এছাড়া সূর্যকুমার যাদবও অন্যতম বিকল্প। সূর্য যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচের আগেরদিন তাঁর কব্জিতে চোট লেগেছে। ফলে তাঁর খেলা নিয়ে একটা সংশয় রয়েইছে।
অপরদিকে, ঈশান কিষাণের মাথায় বোলতা কামড়েছে। তিনিও এই ম্য়াচে হার্দিকের বিকল্প হলেও, তাঁর মাথার পিছন দিকে বোলতা কামড়ানোয় তাঁর খেলা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -